এই সরকার কখনো শিল্পের জন্য বাধা হয়ে দাঁড়াবে না: ফারুকী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোস্তফা সরয়ার ফারুকী । ছবি: ফেসবুক

মোস্তফা সরয়ার ফারুকী । ছবি: ফেসবুক

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করেছিলেন অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। গতকাল রবিবার অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী নিযুক্ত হবার পর থেকে বিষয়টি নিয়ে নানা সমালোচনা হচ্ছে।

এদিকে সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন উপদেষ্টা ফারুকী। সেখানে তিনি তাকে ঘিরে সামাজিক মাধ্যমে চলা সমালোচনাসহ নানা বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

বিজ্ঞাপন
স্ত্রী তিশার সঙ্গে ফারুকী

এক পর্যায়ে তার স্ত্রী তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় ও সমালোচনা প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কোনো ধরণের উসকানিমূলক কোনো প্রশ্নের উত্তর আমি দিবো না। আপনারা আমাকে যেকোনো প্রশ্ন করলে আমি জবাব দিবো। কিন্তু যে প্রশ্ন উসকানি তৈরি করে এমন প্রশ্ন করবেন না।

মোস্তফা সরয়ার ফারুকী । ছবি: ফেসবুক

এরপর শিল্পকলায় নাটক বন্ধ করা উগ্রবাদী অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ফারুকী বলেন, আমি বিষয়টা জানি। তবে একটা বলতে চাই এই সরকার কখনো শিল্পের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি এবং কখনো বাধার কারণ হয়ে দাঁড়াবে না। তবে পাশাপাশি কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যারা শিল্পের চর্চা করেন তাদেরও কিছু দায়িত্ব আছে। যেমন আমরা সবাই জানি জুলাইতে দেশে গণহত্যা হয়েছে এমন না যে কেবল সরকার পতন হয়েছে। যদি জনতা বিজয়ী না হতো তাহলে আমি আজ এখানে থাকতাম না জেলে থাকতাম। এমন আমাদের অনেকের সঙ্গেই হতো। যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে সরকার তাদেরও বিচার করবে। যারা সরাসরি এটার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হবে। এখন হত্যার সঙ্গে যুক্ত অপরাধীকে বাঁচানোর জন্য যারা ফিফথ হ্যান্ড অপরাধীরা যদি বিশৃঙ্খলা তৈরি করে তাহলে সেটা সামগ্রিকভাবে সংস্কৃতির জন্য ভালো কিছু না।

বিজ্ঞাপন