গতরাতে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির বেশকিছু বিয়ের ছবি। যেখানে বিবাহ অনুষ্ঠানে তৌহিদ আফ্রিদিকে কনের সঙ্গে দেখা যায়। কনের সঙ্গে যৌথ ছবি তোলা, একসঙ্গে বর-কনের আহার অনুষ্ঠানসহ বেশকিছু মুহূর্ত ধরা পড়েছে। এমনকি বধূবরণ করতেও দেখা গেছে।
তবে তৌহিদ আফ্রিদির কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই বিয়ের অনুষ্ঠানের বিষয়ে হালনাগাদ পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে, ভাইরাল হওয়া ছবিগুলো এসেছে টিকটক থেকে। জানা যাচ্ছে, তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। তিনি টিকটকে জনপ্রিয়।
বিজ্ঞাপন
অনেকদিন ধরেই রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না।
তবে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় নি। আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও উত্তর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। শোনা যাচ্ছে, দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে এবং রাইসার সঙ্গেই আত্মগোপনে আছেন আফ্রিদি।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাম্প্রতিক দুটি সুপারহিট ছবি ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের ‘দরদ’। আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮ টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি।
দেশটির রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিবেশক প্রতিষ্ঠান জেটিজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাসেল।
আগামী ডিসেম্বর মাসের ৬ তারিখে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ার ১৮ টি হলে দরদ ছবি টি মুক্তি পাবে। দেশটির কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং,শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি, বাতু পাহাত।
বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাই ডেফিনেশন সাউন্ড ইঞ্জিনিয়ারিং ডলবি এট মস এবং উন্নত প্রযুক্তির স্কিনের সিনেমা হল। চলচ্চিত্রটিতে রয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি সাব টাইটেল। হলগুলো তে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাবস্থা ও আরামদায়ক সিট এবং আধুনিক প্রযুক্তির সংযোজন। যা হলে নসে সিনেমা দেখার আনন্দ কয়েক বেড়ে যায়।
মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় আগেও আমরা সাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ ছবি চালিয়েছি। প্রবাসীরা সাকিব খানকে ভালোবাসে। এজন্যই মালয়েশিয়াতে সাকিবিয়ান ভক্তরা দরদ মুভি দেখার জন্য হলগুলোতে ফুল হাউজ উপস্থিত থাকবে বলে আশা করছি।
জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্নীল হাসান রাব্বি জানান এর আগে আমরা তুফান রিলিজ করেছি তখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল এবং বন্যা পরিস্থিতি খারাপ ছিল কিন্তু এবার ইনশাআল্লাহ সব কিছু ভালো আছে এবং শাকিব খান নিজেও ৮ ডিসেম্বর মালয়েশিয়াতে আসছে সব কিছু মিলিয়ে এবার মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা দরদ সিনেমা দলে বলে সিনেমা হলে এসে উপভোগ করবে আশা করছি। তার ভেতর শাকিব ভাই মালয়েশিয়া এসে আরো জমজমাট করবে তার ভক্তদের হলে আশার জন্য। সকল শাকিবিয়ানদের আবার হলে দেখতে পারবো সেই আশা করছি।
উল্লেখ্য, ‘দরদ’ সিনেমাটিতে শাকিব খান দুলু চরিত্রে অভিনয় করবেন। টিজার দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সিনেমাটি সাইকো-থ্রিলার টাইপের হবে। সিনেমাটিতে অভিনয় করছেন শাকিবসহ বলিউড তারকা সোনাল চৌহান, কলকাতার জনপ্রিয় তারকা পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকে।
বাঙালি দর্শক মনে কণ্ঠের জাদু ছড়িয়েছেন ভারতের সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। ভারতবর্ষ জুড়েই তার সুনাম। কেবল কলকাতার বিভিন্ন পুরস্কার নয়, ভূষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে এবার আর দেশের সীমানা নয় কিংবা প্রতিবেশী দেশগুলোতে নয়, ইমনের প্রতিভা ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে।
২০২৫ সালের মার্চে মাসে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। প্রথম বাংলা গায়িকা হিসেবে এই সম্মাননা পাওয়ার সৌভাগ্য হতে পারে ইমন চক্রবর্তীর। অস্কারের প্রতিযোগিতায় জায়গা পেয়েছে তার সদ্য প্রকাশ পাওয়া ‘ইতি মা’ গানটি।
এবছরের অস্কার পুরস্কারের জন্য ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। বিচারকের দায়িতে্ব থাকা বিশ্বব্যাপী বিখ্যাত তারকারা গান বাছাইয়ের কাজ করবেন। ভোটিংয়ের মাধ্যমে ১৫ টি গান ও ২০টি সুর বাছাই করার কথা রয়েছে।
প্রাথমিক বাছাই শুরু হবে আগামী সপ্তাহে। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ভোট। সেই বাছাইয়ের তালিকা প্রকাশ পাবে আগামী ১৭ ডিসেম্বর। তারপর হবে চূড়ান্ত নির্বাচন। প্রথম প্রকাশিত তালকায় জায়গা পেয়েছে ‘পুতুল’ সিনেমায় গাওয়া ইমনের গান ‘ইতি মা।’ সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়।
হাওড়া জেলার লিলুয়ায় জন্ম নেওয়া গায়িকা ইমনের পরবর্তী গন্তব্য লস অ্যাঞ্জেলাস। এবারের প্রতিযোগিতায় ইমনতে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের সঙ্গে। একটি সঙ্গীত প্রতিযোগিতার শ্যুটিং সেটে বসেই এই খবর পান ইমন। তবে, শিল্পীর নিজেরই বিস্ময়ের ঘোর যেন কাটছে না।
এই দৌড়ে জিততে পারার আশাকে দুঃসাহস মনে করেন বলে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন গায়িকা। তবে বাঙালি সঙ্গীতপ্রেমী হিসেবে এই সম্মাননাও নেহাত কম নয়!
এ বিষয়ে ভুক্তভোগী চিত্রনায়ক ওমর সানী জানান, গতকাল সোমবার সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট ৪০ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, ২২ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোনসেট চুরি হয়ে গেছে।
তিনি বলেন, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়ার্কে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই।
ড্রয়ারে ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিকস মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’
তিনি ধারণা করছেন, মর্নিং ওয়ার্কে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোনসেট ও ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব বলেও মনে করেন এ চিত্রনায়ক।
শিশুদের জন্য নতুন আয়োজন নিয়ে এসেছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। বাংলা ভাষার জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে সিসিমপুর তৈরি করেছে ছড়ার সিরিজ। ছড়াগুলো আবৃত্তি করেছে শিশুদের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।
ইউএসএআইডি-বাংলাদেশের সার্বিক সহযোগিতায় সিসিমপুর প্রকল্পের আওতায় শিশুদের শুদ্ধ বাংলা উচ্চারণে সহযোগিতা করার লক্ষ্যে এই ভিডিও কন্টেন্ট তৈরি করা হয়েছে।
নির্মিত ৪০টি ছড়ার অধিকাংশই নেওয়া হয়েছে প্রাক-প্রাথমিক, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির পাঠ্যবই থেকে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের জনপ্রিয় ও মজার ছড়াও আছে, যা শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সহায়ক হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
এ সম্পর্কে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাশে (এসডিব্লউবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইউএসএআইডি’স সিসিমপুর প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্ম শাহ আলম বলেন, আমরা জানি, ছড়া এমন একটি মাধ্যম, যা শিশুরে ভাষা শেখায় দারুণ সহায়ক। নতুন নতুন শব্দের অভিযোজন, শব্দের উচ্চারণ, ছন্দ, বাক্যগঠন, সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে ছড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই বিষয়টিকে মাথায় রেখে প্রথম ধাপে ৪০টি ছড়ার ভিডিও কনটেন্ট তৈরি করেছি আমরা। যা আমাদের শিশুদের শিখন প্রক্রিয়াকে আরও বেশি আনন্দময় ও অর্থবহ করবে। আমরা আশাকরি বরাবরের মতো বাংলাদেশ শিশু একাডেমি আমাদের এই উদ্যোগের পাশে থাকবে।
সিসিমপুর সূত্রে জানা গেছে, নির্মিত ছড়াগুলো ইতোমধ্যেই সিসিমপুরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রচার শুরু হয়েছে। এছাড়া সিসিমপুর এপস, বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং নানা ধরনের কমিউনিটি কার্যক্রমের মাধ্যমেও শিশু এবং অভিভাবকদের কাছে ছড়াগুলো পৌঁছানো হবে।