প্রাণনাশের হুমকির পর আইনি জটিলতায় সালমান খান

  • Masid Rono
  • |
  • Font increase
  • Font Decrease

সালমান খান । ছবি: ফেসবুক

সালমান খান । ছবি: ফেসবুক

বলিউডের ভাইজানের সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা এখনও পিছু ছাড়েনি। যার জেরে কুখ্যাত লরেন্স বিষ্ণোই তাকে বারবার খুনের হুমকি দিচ্ছে। আর এবার সামনে এল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগ।

ইন্ডিয়া টুডে বলছে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ গিয়েই এ ঝামেলার শুরু হয়। এর সঙ্গে সালমানের প্রযোজনা সংস্থা জড়িত, এমনই দাবি কলকাতার বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের। সেই ঘটনাটা কেন্দ্র করেই তারা আইনি নোটিশও পাঠান অভিনেতাকে। গতকাল (১৩ নভেম্বর) ‘ভাইজান’-এর তরফ থেকে এক বিবৃতি দেয়া হয়েছে। এতে জানানো হয়েছে, তিনি বা তার প্রযোজনা সংস্থা আর শো-টির সঙ্গে যুক্ত নন।

 ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর এই পর্বটি নিয়েই ঝামেলা শুরু হয়

ভারতীয় পত্রিকাগুলো বলছে, বলিউডে আন্তর্জাতিক মানের বাঙালি কবি অপমানিত। কপিল শর্মার সাম্প্রতিক শো দেখে প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন কলকাতার কবি শ্রীজাত। তার অভিযোগ, কপিলের একটি শো-তে অভিনেত্রী কাজল এসেছিলেন। তিনি বঙ্গসন্তান আর তাকে সামনে পেয়ে শো-এর অন্যতম কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির অপব্যাখ্যা করেছেন। তাকে সমর্থন জানিয়েছিলেন পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগপ্তসহ বাংলার বহু খ্যাতনামারা।

বিজ্ঞাপন
সালমান খান । ছবি: ফেসবুক

বেশ কিছু দিন পর এই খবরটি নিয়ে নতুন করে নড়ে বসেছে বলিউড এবং কলকাতার বাংলা সংস্কৃতি দুনিয়া। জানা গেছে, নোটিশ পাঠানো হয়েছে সালমানকে। কারণ কপিল শর্মা শো-এর প্রযোজক তারই প্রযোজনা সংস্থা। সেই দাবি নাকচ করে অভিনেতার তরফে জানানো হয়, সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ। সালমান এই শোটি আর প্রযোজনা করেন না। ফলে, কোনও আইনি নোটিশ তাকে প্রভাবিত করতে পারবে না।