‘দুই চাক্কার সাইকেল’-এ আসছেন আঁচল-অমি দম্পতি!
চলতি বছরের জানুয়ারিতে সংগীতশিল্পী সৈয়দ অমির ‘মাতাল’ গানের ভিডিওতে ভিন্ন লুকে হাজির হয়ে প্রশংসা কুড়িয়ে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি। গানটি প্রকাশ্যে আসতেই দর্শক লুফে নেয়। ১০ মাসে গানটির ভিউ ২০ মিলিয়ন। এরপর এই জুটিকে আরও বেশকিছু গান-ভিডিওতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় বছরের শেষ প্রান্তে এই তারকা দম্পতি হাজির হচ্ছেন নতুন মিউজিক ভিডিও নিয়ে। এর শিরোনাম ‘দুই চাক্কার সাইকেল’।
সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে সৈয়দ অমির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। গানটির সুর এ এন ফরহাদ এবং সংগীতায়োজন করেছেন সৈয়দ অমি নিজেই। কোরিওগ্রাফিতে ছিলেন রোহান ও বেল্লাল। মালয়েশিয়া এবং সিলেটের মনোরম লোকেশনের গানটির চিত্র ধারণ হয়েছে। সম্প্রতি সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। গান-ভিডিও প্রকাশ্যে আসতেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন বলে জানিয়েছেন আঁচল ও সৈয়দ অমি।
সৈয়দ অমি বলেন, ‘সব সময় ভিন্ন গায়কীর মাধ্যমে দর্শক-শ্রোতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা থেকেই এই গানটি নির্মিত হয়েছে। এরই মধ্যে গানটি শ্রোতারা পছন্দ করেছেন। তাদের ভালোবাসায় আমরা মুগ্ধ।’
আঁচল বলেন, ‘বছরের শুরুতে আমাদের ‘মাতাল’ গানটি থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। চিন্তা করছিলাম বছর শেষে ভক্তদের জন্য ভিন্ন কিছু উপহার দেই। সেই ভাবনা থেকে ব্যতিক্রম ঘরানার একটি গান ‘দুই চাক্কার সাইকেল’। মালয়েশিয়া ও সিলেটের নানন্দিক জায়গায় গানের ভিডিও নির্মিত হয়েছে। গানটি প্রকাশ্যে আসতে না আসতেই দর্শকদের প্রচুর সাড়া ও সাপোর্ট পাচ্ছি।’