স্পটিফাইয়ের তালিকায় ২০২৪-এর শীর্ষ সঙ্গীতশিল্পীরা
সময়ের সঙ্গে সঙ্গে গান শোনার ধরণে এসেছে পরিবর্তন। একটা সময় ছিলো গ্রামোফোন, কলের গান। এরপর বেতারই ছিলো ভরসা। সিডি, ক্যাসেটও এখন অতীত। এখন সবচেয়ে বেশি গান শোনা হয় মোবাইল ফোনে।
আর জেন জি অনলাইনেই গান শুনতেই বেশি পছন্দ করে। তাইতো তাদের কাছে স্পটিফাই এখন দারুণ জনপ্রিয়। চলতি বছর স্পটিফাইয়ে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া শিল্পীদের তালিকা প্রকাশ করেছে সংগীত স্ট্রিমিং এই প্ল্যাটফর্মটি।
তালিকার ১০ নম্বর অবস্থানে আছেন কলম্বিয়ার গায়ক ফেইড। গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় তার ৬ষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ডিয়ার, ডোন্ট বি অ্যাফ্রেইড অব দ্য ডার্কনেস’। এই অ্যালবামসহ তার অন্যান্য গান শুনেছেন শ্রোতারা।
৯-এ আছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে। এখন অবশ্য তিনি আলোচনায় নতুন সিনেমা ‘উইকেড’-এ অভিনয় করে। তবে বছরজুড়েই তিনি আলোচনায় ছিলেন গান নিয়ে।
তালিকার ৮-এ আছেন বিতর্কিত মার্কিন র্যাপার কেনি ওয়েস্ট। যত বিতর্কই থাকুক, গানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় এই র্যাপার।
২৫ বছর বয়সী মেক্সিকান শিল্পী পেসো প্লুমা তরুণদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। গত কয়েক বছর ধরেই তার গান মুক্তির পর বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। স্পটিফাইয়ের তালিকায় তিনি আছেন ৭-এ।
তালিকার ৬ নম্বরে আছেন মার্কিন র্যাপার ট্র্যাভিস স্কট। গত বছর কাইলি জেনারের সঙ্গে বিচ্ছেদ হয়েছে, এ ছাড়াও নানা কারণে ব্যক্তিজীবনে দুঃসময় পার করছেন। তবে শিল্পীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
এই তালিকার ৫-এ রয়েছেন এই সময়ের তুমুল জনপ্রিয় আরেক গায়িকা বিলি আইলিশ। ২২ বছর বয়সী এই শিল্পীর তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ মুক্তি পেয়েছে চলতি বছরের ১৭ মে। গান দিয়ে বছরজুড়েই আলোচিত ছিলেন তিনি।
চলতি বছরের আরেক আলোচিত গায়ক ড্রেক। এই কানাডীয় র্যাপার আছেন তালিকার ৪ নম্বরে। শুরুতে অভিনয় করতেন, তবে ২০১০, ২০১১ ও ২০১৩ সালে তিন অ্যালবাম দিয়ে বলা যায় রাতারাতি বিশ্বসংগীতে নিজের অস্তিত্ব জানান দেন তিনি। গত ১৫ বছরে হয়ে উঠেছেন তরুণদের অন্যতম প্রিয় শিল্পী।
তালিকার ৩-এ রয়েছেন পুয়ের্তো রিকোর র্যাপার ব্যাড বানি। নানা কারণে আলোচিত-সমালোচিত এই শিল্পীর বিশ্বজুড়েই আলাদা শ্রোতাশ্রেণি রয়েছে।
তালিকার ২-এ রয়েছেন আরেক কানাডীয় শিল্পী দ্য উইকেন্ড। ৩৪ বছর বয়সী এই শিল্পী গানের সঙ্গে এখন অভিনয়ও করছেন, আগামী বছর মুক্তি পাবে তার নতুন অ্যালবাম। সব মিলিয়ে বছরজুড়েই তার গান শুনেছেন শ্রোতারা।
তালিকার শীর্ষে অনুমিতভাবেই রয়েছেন টেইলর সুইফট। কেননা তিনি বর্তমান সময়ে বিশ্বের শীর্ষ সঙ্গীতশিল্পীর জায়গাটি ধরে রেখেছেন। মাত্র ১৭ বছর বয়সে সংগীতে তার যাত্রা শুরু হয়েছিল। এরপর দুর্দান্ত সব গান, একের পর এক পুরস্কার, রেকর্ড কোম্পানির সঙ্গে লড়াই মিলিয়ে সুইফট হয়ে উঠেছেন বিশ্বসংগীতের অন্যতম শীর্ষ তারকা।
তিনি তৈরি করেছেন অবিশ্বাস্য এক ভক্ত-অনুরাগীর দল, যারা পরিচিতি পেয়েছে ‘সুইফটিজ’ নামে। তার চলমান ‘দ্য ইরাস ট্যুর’ কনসার্ট নানা বিচারেই হয়ে উঠেছে এই শতকের অন্যতম গুরুত্বপূর্ণ কনসার্ট ট্যুর। সব মিলিয়ে চলতি বছর স্পটিফাইয়েও রাজত্ব করেছেন তিনি।