আইফায় সেরা আলিয়া-রণবীর সিং
প্রতি বছর সিনেপ্রেমী থেকে শুরু করে তারকা সকলেরই চোখ থাকে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (আইফা) দিকে। বুধবার (১৮ সেপ্টেম্বর) মায়ানগরী মুম্বাইতে বসেছিল আইফার ২০তম আসর। যেখানে উপস্থিত ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির প্রায় সকলেই।
অনুষ্ঠানে ভিকি কৌশল, অদিতি রাও হায়দারি, ইশান খাত্তার, সারা আলি খান, নির্মাতা শ্রীরাম রাঘবনসহ অনেকেই বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছেন। তবে ‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কারটি গেছে রণবীর সিংয়ের ঘরে। সেরা অভিনেতা হিসেবে এ নিয়ে নয়বার আইফা অ্যাওয়ার্ড জিতলেন বলিউডের এই অভিনেতা। এছাড়া ‘রাজি’ ছবিতে সেহমাত খান চরিত্রে দারুণ অভিনয় করায় সেরা অভিনেত্রীর পুরস্কারটি গেছে আলিয়া ভাটের ঝুলিতে।
স্বামী রণবীর সিং সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন তাতে কি! খালি হাতে ফিরতে হয়নি দীপিকা পাড়ুকোনকেও। এ বছর ‘স্পেশ্যাল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে বলিউডের এই অভিনেত্রীকে। তার হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী রেখা।
আইফা অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা:
সেরা পার্শ্ব-অভিনেত্রী: অদিতি রাও হায়দারি (পদ্মাবত)
সেরা পার্শ্ব-অভিনেতা: ভিকি কৌশল (সঞ্জু)
সেরা নবাগত অভিনেতা: ইশান খাত্তার (ধাড়াক)
সেরা নবাগত অভিনেত্রী: সারা আলি খান (কেদারনাথ)
সেরা পরিচালক: শ্রীরাম রাভবন (আন্ধাধুন)
সেরা ছবি: ‘রাজি’
সেরা গল্প: ‘আন্ধাধুন’
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য
সেরা গায়িক: বিভা শরাফ ও হর্ষদ্বীপ কৌর (দিলবারো)
সেরা গায়ক: অরিজিৎ সিং (অ্যা ওয়াতান)