শুভ’র সিনেমার সমালোচনায় শাকিবপন্থী নির্মাতা ও ভক্তরা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
‘সাপলুডু’র পোস্টার, শাকিব ও শুভ, ছবি: সংগৃহীত

‘সাপলুডু’র পোস্টার, শাকিব ও শুভ, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছরে এই পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ২৪টি। এই পরিসংখ্যান ধরে বলা হয়ে থাকে, বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা দেশের শীর্ষ নায়ক শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’। রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি ভালোই দর্শক টেনেছিলো বলে জানা যায়।

এর বাইরে চলতি বছর দেশ সেরা নায়ক শাকিব খানের ‘নোলক’ ও ‘মনের মতো মানুষ পাইলাম না’ শিরোনামের আরও দুইটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো ব্যবসাসফল তো দূরের কথা আলোচনাতেই আসেনি। কারণ সিনেমা দুইটির প্রচারণায় অংশ নেননি শাকিব খান। এর ফলে শাকিব খানের সিনেমা তার নামে চলে এই প্রচলিত বক্তব্যটি দুইটি সিনেমার মাধ্যমে ভুল প্রমাণিত হয়েছে চলতি বছরে।

শাকিব খান

এদিকে এ বছরে মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে দেশের আরেক চিত্রনায়ক আরিফিন শুভ’র। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার ১৫ টি ও সারা দেশের মোট ৪২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাপলুডু’।

‘সাপলুডু’ মুক্তির পরই সিনেমাটির গল্প ও নির্মাণ সবকিছু মিলিয়ে প্রশংসা কুড়াচ্ছে। দর্শক সিনেমাটি দেখে তাদের ভালো লাগা ও মন্দ লাগার কথা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে বেশিরভাগই সিনেমার ভালো দিকগুলোকে তুলে আনছেন। প্রশংসা করছেন শুভসহ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতাদের অভিনয়ের।

সাপলুডু

তবে ফেসবুকে শুধুই ব্যতিক্রম শাকিবপন্থী নির্মাতা ও ভক্তরা। বছরে একটি দিয়েই বাজিমাত করে চলা আরিফিন শুভ’র সিনেমা নিয়ে হঠাৎ করে সরব হয়ে পড়েছেন শাকিব খানের ভক্তরা। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ঘুরে দেখা যাচ্ছে, তারা ফেসবুকে সিনেমাটিকে নানাভাবে কথার বাণে জর্জরিত করছেন। তবে শুভ ভক্তদের দাবি, সিনেমা না দেখেই শুধু ব্যক্তি আক্রোশে অনেকেই সিনেমাকে বাজে বলে মন্তব্য করছেন।

এদিকে শুধু ভক্ত নয়, আরিফিন শুভ’র ‘সাপলুডু’ সিনেমা নিয়ে আক্রমণে যোগ দিয়েছেন শাকিবপন্থী দুই নির্মাতাও। তারা হলেন বিভিন্ন সময় অসংলগ্ন মন্তব্য করে আলোচনায় থাকতে চাওয়া পরিচালক মালেক আফসারী ও নানা ইস্যুতে বিতর্কিত পরিচালক শামীম আহমেদ রনি।

সম্প্রতি নিজেদের ফেসবুকে সরাসরি ও ইশারায় ‘সাপলুডু’ সিনেমা ও সিনেমাটির নায়কের নাম নিয়ে নেতিবাচক মন্তব্য করে স্ট্যাটাস দিতে দেখা গেছে এই দুই পরিচালকে। আর সেগুলো নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শাকিব ভক্তরা ‘সাপলুডু’ সিনেমার সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন।

আরিফিন শুভ’র এক বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে শাকিব খানের আপকামিং ‘শাহেন শাহ’ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি নিউজের ফেসবুকে অত্যন্ত নিম্ম ভাষায় ‘সাপলুডু’ সিনেমার সমালোচনা করেছেন। যেটি ঢাকাই সিনেমার একজন পরিচালক হয়ে দেশের একটি সিনেমা নিয়ে এমন মন্তব্য কাম্য নয় বলে মনে করছেন ঢাকাই সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা।

রনি

ঢাকাই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির কাছে রনির এমন মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছে বার্তাটোয়েন্টিফোর.কম। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানিয়েছেন, ‘সিনেমার মানুষ হয়ে অন্য সিনেমা নিয়ে এমন মন্তব্য আশা করা যায় না। শাকিবের সিনেমা এলে সেটা নিয়ে সবাই পজিটিভ থাকি যাতে দর্শক হলে আসেন। এটা সবার বেলাতেই হওয়া উচিত। আমাদের ধারণা রনি আলোচনায় থাকতে এমনটি করেছেন। ঢাকাই সিনেমার এখন খারাপ সময় যাচ্ছে। এখন নিজেদের মধ্যে ঝামেলা না করে সবাই মিলে সিনেমার ভালোর জন্য কাজ করতে হবে।’

নিজেদের দেশের একটি সিনেমা নিয়ে এমন মন্তব্যের পর রনির বর্তমান প্রতিক্রিয়া জানতে রনির যোগাযোগ করা হলে সাড়া তার পাওয়া যায়নি।

মালেক

অন্যদিকে শাকিব খানের সিনেমার অন্য পরিচালক মালেক আফসারিও ‘সাপলুডু’র সঙ্গে নিজের ‘পাসওয়ার্ড’ সিনেমার তুলনা করে একটি নেতিবাচক মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে। তার এমন মন্তব্য নিয়ে বর্তমান অবস্থান জানতে তার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ঢাকাই সিনেমার এমন খারাপ পরিস্থিতি একটি সিনেমা ভাল করলে বা আলোচনায় আসলে অন্য সিনেমার পরিচালকরা বা অন্য নায়কের ভক্তরা কেন সেই সিনেমার বিরোধিতা করেছেন? এই প্রশ্ন ঘুরেফিরে আসছে বারবার। এর আগেও অন্য কোনো নায়কের সিনেমা আলোচনায় এলেই শাকিব ভক্ত ও তার সমর্থকরা সেইসব সিনেমার সমালোচনায় মেতে উঠেন। এর আগে শুভ’র ঢাকা অ্যাটাক সিনেমা মুক্তি পরও এমনটি দেখা গিয়েছিল। সিয়ামের বেশ কয়েকটি সিনেমা মুক্তির পরও শাকিব ভক্তদের এমন অবস্থানে দেখা গিয়েছিল।

আরিফিন শুভ

যদিও এই প্রসঙ্গে শাকিব খানকে কখনো কোন মন্তব্য বা পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে এটাও দেখা গেছে, শাকিব যে সিনেমার জন্য নিজে শুভেচ্ছা বার্তা দেন সেই সিনেমা ভালো না হলেও তার প্রশংসায় মেতে থাকেন শাকিব ভক্তরা।

ঢাকাই সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন, ভাল সিনেমার জন্য যতদিন আমরা এক না হতে পারবো, ততোদিন আমাদের সিনেমার উন্নয়ন হবে না। ব্যক্তি নায়ক ভক্ত না হয়ে প্রকৃত ঢাকাই সিনেমার ভক্ত হতে পারলেই বদলে যাবে আমাদের সিনেমা। পাশের দেশে গুলোতে এই ধরনের এক নায়ক চর্চা নেই বলেই সবার সিনেমা চলে। আমাদেরও তেমন হওয়া উচিত। ব্যক্তি নায়ক ভক্ত না হয়ে, ভাল সিনেমার ভক্ত হতে হবে সবার আগে।

   

আমি শুরু করেছিলাম, এখন সবাই চেষ্টা করছেন : সোহানা সাবা



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
সোহানা সাবা

সোহানা সাবা

  • Font increase
  • Font Decrease

জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সোহানা সাবা এখন খুব অল্প কাজ করছেন। তবে তার ব্যস্ততা রয়েছে নানাবিধ। সম্প্রতি তার ফ্যাশন স্টেটমেন্ট নতুন করে প্রশংসা কুড়িয়েছে। সমসাময়িক বিষয়ে বার্তা২৪.কমের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মাসিদ রণ


কেমন আছেন?


ঢাকার গরমের মধ্যে যেমন থাকা যায় আর কি। তারমধ্যে আবার শরীরটা একটু খারাপ। এরমধ্যেও কাজ করে যেতে হচ্ছে। আশা করি দু-এক দিনের মধ্যে সুস্থ হয়ে যাবো।

সোহানা সাবা

অসুস্থতার মধ্যেও কাজ করছেন। কাজটি কি খুব গুরুত্বপূর্ণ?


তাতো বটেই! নয়তো এই শরীরে কাজ করতাম না। অনেকেই জানেন, ঢাকার বানানীতে আমি ‘ইয়োগিস’ নামের একটি প্রতিষ্ঠান চালাই। মূলত ইয়োগা সেন্টার এটি। তবে আমি এটাকে শুধুমাত্র ইয়োগা সেন্টার বলি না। কারণ এখানে আট- দশটা ইয়োগা সেন্টারের মতো শুধুমাত্র কিছু আসন শেখানো হয় না। আমি আসলে ইয়োগার পাশাপাশি যে সকল নারীরা আসেন তাদের মানসিক সাস্থ্য, ফিটনেস, ডায়েট এবং সাজসজ্জা নিয়ে সামগ্রিক একটি লেসন চার্ট তৈরী করেছি। ফলে এটা অন্য কোন প্রশিক্ষকের হাতে ছেড়ে দিলে তারা আমার মনের মতো করতে পারবেন না। তাই ‘ইয়োগিস’-এর ক্লাসগুলো আমি নিজেই করাই। একটি ক্লাস মিস গেলে আনুষাঙ্গিক অনেকের জটিলতা তৈরী হয়। তাই যতো যাই হোক আমাকে ক্লাসটা চালিয়ে যেতে হয়।

সোহানা সাবা

ইয়োগিস-এর বাইরে আর কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে?


অভিনয় তো একেবারেই মনমতো প্রজেক্ট ছাড়া করছি না। সামনে আমি নিজেই একাধিক প্রজেক্ট নিয়ে মাঠে নামবো। একটি প্রোডাকশন শুরু থেকে নিজ হাতে শেষ করতে অনেক সময় ও শ্রম দিতে হয়। সারাক্ষণ কাজের মধ্যে থাকতে হয়। ফলে আমি ক্যামেরার সামনে না হলেও বাস্তবে অনেক ব্যস্ত সময় পার করছি। আপাতত প্রজেক্টগুলো নিয়ে বিস্তারিত বলবো না। সব গুছিয়ে এনে সবাইকে জানাবো।

সোহানা সাবা

সম্প্রতি মেরিল প্রথম আলোতে আপনার ফ্যাশন স্টেটমেন্ট বেশ প্রশংসা কুড়িয়েছে...


আসলে মেরিল প্রথম আলোর সঙ্গে আমার অনেক পুরোনো সম্পর্ক। ২০০৭ সালে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম। সে বছরই প্রথম একটি ডিজাইনার শাড়ি পরে হাজির হয়েছিলাম। তার আগে আমাদের দেশের তারকারা ক্যামেরার সামনে অনেক ফ্যাশনেবল হলেও এ ধরনের পাবলিক ইভেন্টে নির্দিষ্ট সীমারেখার মধ্যেই সাজ পোশাক নির্বাচন করতেন। সেদিক থেকে আমিই প্রথম স্লিভলেস ব্লাউজ পরেছিলাম। আমাদের দেশের রেড কার্পেটেও যে দারুণ কিছু করা যায়, একটু ভেবে চিন্তে নতুন ধাচের কিছু পরা যায় সেটি আমি শুরু করেছিলাম। তখন আমার সেই ফ্যাশন স্টেটমেন্ট দর্শক ও প্রথম আলো কতৃপক্ষ খুব এপ্রিসিয়েট করে। আমি পরের বার রেড কার্পেটে কি পরবো, ব্লাউজে কি ধরনের নতুনত্ব থাকবে তা দেখার জন্য অনেকেই অপেক্ষা করতো। আবার আমার কিছু কলিগকে শুনেছি নেতিবাচক মন্তব্য করতে। এখন তাদের অনেককেই দেখি খুব সুন্দরভাবে রেডি হয়ে রেড কার্পেটে আসেন!

সোহানা সাবা

এবারের লুকটি সেট করতে কি অনেক পরিকল্পনা করতে হয়েছে?


কিছুদিন আগে আমেরিকাতে একাধিক শো ও নানা ধরনের আয়োজনে অংশ নিতে গিয়েছিলাম। অনেকদিন থাকার সুবাদে শপিং করার সময়ও মিলেছিলো। নামকরা ব্র্যান্ড ‘জারা’ থেকে গোল্ডেন কালারের ভিন্ন ধাচের মেটালিক হ্যান্ড ব্যাগের সঙ্গে ম্যাচিং কানের দুল ও ব্রেসলেট কিনেছিলাম। মেরিল প্রথম আলোতে কি পরব ভাবতেই মনে হলো, এই জিনিসগুলোকেই যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলেই নতুনত্ব চলে আসবে। ব্যাগ, দুল আর ব্রেসলেটকে হাইলাইট করার জন্য গোল্ডেন কালারের একেবারেই বিপরীত রঙ মেরুন বেছে নিয়েছি শাড়ির ক্ষেত্রে। একরঙা সিল্ক শাড়ি এবং ব্লাউজের ডিজাইন আমারই করা। সঙ্গে গোল্ডেন কালারের জুতা। মেকাপ ছিল একেবারেই হালকা, টেনে চুল বেধেছিলাম, ব্যাস এতোটুকুই। ফ্যাশনপ্রিয় মানুষের কাছে আমার লুক খুব পছন্দ হয়েছে।
আরেকটি কথা, আমি যেহেতু আমার ইয়োগা সেন্টারের প্রচারণা নিজেই করি, তাই নিজেকে এমনভাবে উপস্থাপন করতে চাই যাতে মানুষ বুঝতে পারেন যে ইয়োগা করেই এমন ফিটনেস ধরে রাখা সম্ভব। সেজন্য এমন কোন পোশাক আমি পরি না যা আমার ফিটনেস কিংবা ব্যক্তিত্বকে ছাপিয়ে যাবে।

সোহানা সাবা

এবারের রেড কার্পেটে অন্য তারকাদের ফ্যাশনকে কিভাবে মূল্যায়ন করবেন?


আমি শুরু করেছিলাম, এখন সবাই চেষ্টা করেন নিজের সেরা পোশাকটি এখানে পরে আসতে, এটা দেখে ভালোলাগে। তবে যখন দেখি সবাই একই ধাচের পোশাক পরে আসছে তখন একঘেয়ামি লাগে। এবার দেখলাম সবাই কেমন ফেইরি লুক নিয়ে এসেছেন, ফোলা গাউন কিংবা লেহেঙ্গা। শাড়ি পরলেও তাতে দেখলাম সেই জরি চুমকির কাজ। এ থেকে যারা বেরিয়ে এসেছেন ব্যক্তিগতভাবে তাদের ফ্যাশন আমার বেশি ভালো লেগেছে।

সোহানা সাবা
;

জুয়া কোম্পানির বিজ্ঞাপনে পরীমণি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
পরীমণি

পরীমণি

  • Font increase
  • Font Decrease

গত মার্চে একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আজ রবিবার নিজের ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন পরী। সেখানে ওই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান এই নায়িকা।

দেড় মিনিটের ওই বিজ্ঞাপনে দেখা যায়, হলে বসে সিনেমা দেখছেন পরীমণি। এমন সময়ে তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে ১০ হাজার টাকা জেতার মেসেজ আসে। খুশিতে চিৎকার করে ওঠেন তিনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, বাংলাদেশ–ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরীমণি। এরপর তাকে বলতে শোনা যায়, ‘একটু (কোম্পানির নাম) আনন্দে মেতে উঠেছিলাম। তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে নানা উপহার। ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য।’

পরীমণি

জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে পরীমণির সঙ্গে যোগাযোগ করে এক গণমাধ্যম। বিরক্তি প্রকাশ করে পরী পাল্টা প্রশ্ন করেন, ‘কে বলেছে এটা জুয়া কোম্পানির ওয়েবসাইট? ভালো করে খোঁজ নিয়ে ফোন করুন।’ এরপরই ফোন কেটে দেন তিনি। পরীমণি অস্বীকার করলেও ওই কোম্পানির ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, সেখানে চলছে বিভিন্ন লোভনীয় জুয়ার অফার।

;

পিতৃভূমির বিপদে হাদিদ সিস্টার্সের ১০ লাখ ডলার দান



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
বেলা হাদিদ ও জিজি হাদিদ

বেলা হাদিদ ও জিজি হাদিদ

  • Font increase
  • Font Decrease

ফ্যাশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় দণন মডেল জিজি হাদিদ ও বেলা হাদিদ। এই দুই বোন মার্কিন সুপারমডেল হলেও তাদের বাবা একজন ফিলিস্তিনি। জীবিকার জন্য বাবা আমেরিকায় থাকলেও মেয়ে দুটোকে তাদের শেকড়, ধর্ম ও ঐতিহ্যের শিক্ষা দিয়েছেন।

তাইতো যখনই ফিলিস্তিনির ওপর কোন অন্যায় হয়, আওয়াজ তোলেন এই দুই বোন। এর ফলে পেশাগতভাবে তারা একাধিকবার ক্ষতিগ্রস্তও হয়েছে। তবে পিতৃভূমির প্রতি ভালোবাসা একরত্তি কমে যায়নি তাদের।

জিজি হাদিদ ও বেলা হাদিদ

সেখানেই ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতীক লাল কেফিয়াহ দিয়ে বানানো পোশাকে নজর কেড়েছেন তিনি। স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের দূত হয়ে যেন ফ্রান্সের কান সৈকত থেকে দ্যুতি ছড়িয়েছেন বেলা! ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে বেলা হাদিদ লিখেছিলেন, ‘ফ্রি প্যালেস্টাইন ফরেভার’। চলচ্চিত্রের এই বিশ্বমঞ্চে নিজের দেশে হওয়া অন্যায়কে তার পোশাকের মাধ্যমে তুলে ধরে প্রশংসা কুড়ান বেলা।

রক্তের দায় মেটাতে বিভিন্ন প্ল্যাটফরমে যেমন সরব থাকেন, তেমনি ফিলিস্তিনের গাজায় অবরুদ্ধ মানুষের জন্য নিয়মিত মোটা অঙ্কের অনুদানও পাঠান তারা। এবার সেখানে ১০ লাখ ডলারের অনুদান পাঠিয়েছেন বেলা-জিজি।

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ফিলিস্তিনের শিশু ও পরিবারগুলোর জন্য দুই বোন এই অনুদান পাঠিয়েছেন। চারটি দাতব্য সংস্থার মধ্যে এই অর্থ সমানভাবে বিতরণের জন্য বরাদ্দ করেছেন তারা। সংস্থাগুলো হলো হিল প্যালেস্টাইন, প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড (পিসিআরএফ), ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) এবং ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিওএ)।

জিজি হাদিদ ও বেলা হাদিদ

সামগ্রিকভাবে, সংস্থাগুলো খাদ্য, চিকিৎসা কার্যক্রমের মতো মানবিক সহায়তা ও বাস্তুচ্যুত পরিবারের সহায়তায় কাজ করে।

এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করায় সুপারমডেল জিজি হাদিদ ও বেলা হাদিদকে বারবার দেখে নেওয়ার হুমকি দিয়ে গেছে ইসরায়েল।

;

বাবার মতো শীর্ষ নায়ক হওয়ার মিশনে মান্নাপুত্র সিয়াম



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
মান্না ও তার পুত্র সিয়াম ইলতিমাস

মান্না ও তার পুত্র সিয়াম ইলতিমাস

  • Font increase
  • Font Decrease

ঢালিউডের ইতিহাসের অন্যতম নক্ষত্র ছিলেন নায়ক মান্না। তার দাপটের কাছে সে সময় আর কোন নায়ক টিকতে পারেনি। অকালপ্রয়াত এই নায়কের ভক্ত সংখ্যা এখনো দেশের আনাচে কানাচে।

বাবা সুপারস্টার হলেও তার পুত্র সিয়াম ইলতিমাস নিজেকে রেখেছিলেন লাইমলাইটের বাইরে। মান্নাভক্তরা এত দিন রুপালি পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও নিজেকে পর্দায় হাজির করেননি সিয়াম; ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে।

মান্নাপুত্র সিয়াম ইলতিমাস

সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। তাই নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার। তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয়জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। সিয়াম চান রুপালি পর্দায় তার অভিষেক হোক সুপারস্টারের মতোই।

সিয়াম পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন। বাবার মতো নায়করূপেই পর্দায় আসতে চান তিনি। মান্নাভক্তদের স্বপ্ন পূরণ করে কবে রুপালি পর্দায় ধরা দেবেন সিয়াম, এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি। সিয়াম বলেন, ‘অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি।’

মান্নাপুত্র সিয়াম ইলতিমাস

সিয়াম আরো বলেন, ‘বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি। নিজেকে তৈরি করছি। এ মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন।’

;