শাকিবের নতুন সিনেমা ‘হ্যাকার’, নায়িকা কোয়েল মল্লিক?
দেশের শীর্ষ নায়ক শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস নির্মাণ করতে যাচ্ছে ‘হ্যাকার’ শিরোনামের একটি সিনেমা। আজ সোমবার (১৪ অক্টোবর) পরিচালক সমিতিতে এর নাম নিবন্ধিত করা হয়েছে বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন পরিচালক মালেক আফসারী।
মালেক আফসারী বলেন, “হ্যাকার’ সিনেমার নায়ক সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতার কোয়েল মল্লিক। তার সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন তিনি। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সিনেমার শুটিং শুরু করবো।’
জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সহকারী প্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ ইকবাল।