চিরনিদ্রায় শায়িত হুমায়ূন সাধু
চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা-নির্মাতা হুমায়ূন সাধু। শুক্রবার (২৫ অক্টোবর) বাদ আসর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে একই মসজিদে বাদ জুমা তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এ সময় সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন মিডিয়াঙ্গনের অনেকেই।
গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর ব্রেন স্ট্রোক হয়। ওই সময় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আবারও তার ব্রেন স্ট্রোক হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তরুণ এই নির্মাতা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমায়ূন সাধু।