বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
ইতিহাস গড়া হলো না মৌসুমীর
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনঅনেকটা হুট করেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। সে অনুসারে শক্তিশালী প্যানেল তৈরির চেষ্টাও করেছিলেন এক সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা। তবে নির্বাচনের একবারে শেষ পর্যায়ে এসে সেই প্যানেল গড়তে পারেননি মৌসুমী। দাবি করেছিলেন, উপর মহলের চাপে তিনি তাঁর প্যানেল তৈরি করতে পারেনি।
তাই বলে হাল ছেড়ে দেননি মৌসুমী। স্বতন্ত্র প্রার্থী হিসাবে সভাপতি পদে একা লড়েছেন। প্রতিযোগিতা করেছেন বন্ধু মিশা সওদাগরের বিরুদ্ধে।
নির্বাচনের দিন সকাল থেকে মৌসুমীর নির্বাচনে বেশ শক্ত অবস্থানের কথা শোনা যাচ্ছিলো এফডিসিতে। তাই তো ভোট গণনার শুরুতেই রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ফেসবুক জুড়ে ভাইরাল হয়ে পড়ে মৌসুমীর বিজয়ের খবর। যদিও রাত ২টা ৫ মিনিটে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর দেখা গেছে ১২৫ ভোট পেয়ে মিশা সওদাগরের কাছে পরাজিত হয়েছেন মৌসুমী। যদিও রাত ১১টার পর থেকে এফডিসিতে আর দেখা যায়নি মৌসুমীকে।
এবারের নির্বাচনে মৌসুমী বিজয়ী হলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম নারী সভাপতি হতেন তিনি। যার ফলে তৈরি হতো এক ইতিহাস। তবে ২২৭ ভোট পেয়ে মিশা সওদাগর নির্বাচিত হয়ে সেই ইতিহাসের সাক্ষী হতে দিলেন না মৌসুমীকে।
আরও পড়ুন