রাশিয়ার সাত্তুমার ইন্সট্রুমেন্ট জাদু দেখলো আর্মি স্টেডিয়াম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাঁশি, গিটারসহ নানা ধরনের ইন্সট্রুমেন্ট বাজিয়ে অদ্ভুত সুরের মূর্ছনায় শেষ দিনের ফোক ফেস্টের দর্শকদের মাতিয়ে গেলেন রাশিয়ার কারেলিয়া অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডদল সাত্তুমা।

মালেক কাওয়ালের পর মঞ্চে উঠেই বিভিন্ন ইন্সট্রুমেন্টে সুর তুলে ঢাকার দর্শকদের স্বাগত জানায় রাশিয়ান ব্যান্ডদলটি।

বিজ্ঞাপন

২০০৩ সালে যাত্রা শুরু করে সাত্তুমা। নিও ফোক ঘরানার গান নিয়ে সাত্তুমা ট্যুর করেছে ইউরোপের নানা প্রান্তে। রাশিয়া, আমেরিকা, ফিনল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া, এস্তোনিয়া এবং জার্মানির বিভিন্ন অঞ্চলে নিজেদের গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তারা।

উৎসবের শেষদিনে মালেক কাওয়াল ছাড়াও মঞ্চ মাতাবেন বাংলাদেশের চন্দনা মজুমদার এবং পাকিস্তানের জুনুন ও রাশিয়ার সাত্তুমা।

বিজ্ঞাপন

গতকাল দ্বিতীয় দিনে মঞ্চ মাতিয়ে গেছেন বাংলাদেশর কামরুজ্জামান রাব্বি, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, মালির হাবিব কইটে ও পাকিস্তানের হিনা নাসরুল্লাহর।

এর আগে প্রথম দিন মঞ্চ মাতিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শাহ আলম সরকার, ভারতের দালের মেহেন্দি ও জর্জিয়ার শেভেনেবুরেবি।

এবারও বিনামূল্যে এই আয়োজনে যোগ দিতে পারবেন শ্রোতারা। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করা যাবে আয়োজনে। এছাড়া সান ফাউন্ডেশনের উদ্যোগে লোকসংগীত উৎসব সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত এ অনুষ্ঠানের এবার পঞ্চম আসর।