‘স্টার জলসা’য় রুনা লায়লার জন্মদিন
উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার ৬৭তম জন্মদিন আজ। এমন দিনে ভারতের জনপ্রিয় টেলিভিশন ‘স্টার জলসা’ও পালন করছে বাংলাদেশের এই কিংবদন্তির জন্মদিন।
জানা গেছে, টেলিভিশনটির মেগা সিরিয়াল ‘কে আপন কে পর’র একটি বিশেষ পর্ব সাজানো হয়েছে রুনা লায়লার জন্মদিনকে ঘিরে। যেখানে কেক কেটে জন্মদিন পালন করেছেন রুনা লায়লা। জন্মদিনে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মেগা সিরিয়ালটির ওই পর্ব প্রচার করবে স্টার জলসা।
১৯৫২ সালের আজকের দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশের সিলেটে) জন্মগ্রহণ করেন রুনা লায়লা। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৫ সালে পাকিস্তানের ‘জুগনু’ সিনেমায় ‘গুড়িয়া সি মুন্নি মেরি’ শিরোনামের একটি গানে প্লেব্যাক দিয়ে শুরু। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘দামাদাম মাস্ত কালান্দার’, ‘সাধের লাউ’, ‘ইস্টিশনে রেলগাড়িটা’, ‘আল্লাহ মেঘ দে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না’ এর মত শ’খানেক কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা।
আরও পড়ুন: সাফল্যের ৫৫ বছরে রুনা লায়লা