জাহিদ আকবরের কথায় প্রত্যয় গাইলেন ‘মন ভ্রমরা’
জনপ্রিয় গীতিকার জাহিদ আকবরের কথায় সম্প্রতি ‘মন ভ্রমরা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়ক প্রত্যয় খান। গত ১৪ নভেম্বর জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।
গানটির সুর-সংগীত করেছেন প্রত্যয় খান নিজেই। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রযোজনা করেছেন জিয়াউদ্দিন আলম। গানে মডেল হিসেবে দেখা যাচ্ছে শিল্পী প্রত্যয় খান ও মডেল পাপিয়াকে।
‘মন ভ্রমরা’ প্রসঙ্গে গায়ক প্রত্যয় খান বলেন, জাহিদ আকবর ভাই খুব সুন্দর করে গানটি লিখেছেন। উনার লেখা গান আমার সবসময়ই খুব ভালো লাগে। ফোক ধাঁচের নতুন গানটির প্রত্যেকটি লাইন শ্রোতাদের ভালো লাগার মত। আশা করছি সবাই গানটি শুনবেন।
জাহিদ আকবর এর আগে হাবিবের ‘ডুব’, ন্যানসির ‘দুদিকেই বসবাস’, ইমরানের ‘আরাধনা’, আরেফিন রুমির ‘মন রাখো পাঁজরে’, কাজী শুভর ‘মন পাঁজরে’সহ বেশ কিছু জনপ্রিয় গানের কথা লিখেছেন।