শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশরীসন্ধ্যা

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাঁশিবাদক ওস্তাদ আজিজুল ইসলাম

বাঁশিবাদক ওস্তাদ আজিজুল ইসলাম

বাংলাদেশের প্রখ্যাত কথাকার সেলিনা হোসেনের হাতে এ মাসের শুরুতে কানায় কানায় পূর্ণ বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার কৃপাশরণ সভাগৃহে 'বুদ্ধচেতনার গল্পগুচ্ছ' গ্রন্থটি প্রকাশিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মধুশ্রী চৌধুরীর পরিচালনায় পরিবেশিত হয় চর্যাপদের নারী শীর্ষক একটি আলেখ্য। এরপরে গ্রন্থটি সম্পর্কে চমৎকার বললেন সাংবাদিক শিশির রায়। মঞ্চ আলো করল যাদের সানন্দ উপস্থিতিতে তাঁরা হলেন উক্ত সংস্থার সভাপতি গ্রন্থসম্পাদক হেমেন্দু বিকাশ চৌধুরী, প্রাক্তন সভাপতি পঙ্কজকুমার দত্ত, বিশিষ্ট বাঁশিবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া, অধ্যাপক সুমিত বড়ুয়া ও বিশিষ্ট সংস্কৃতিকর্মী কামরুল হাসান। প্রত্যেকেই প্রকাশিত গ্রন্থ ও বৌদ্ধধর্ম তথা বুদ্ধদেবের দর্শন সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন
বাশি

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ওস্তাদ আজিজুল ইসলাম বাঁশিতে শ্রী রাগ ও ভাটিয়ালি মূর্ছনায় শোতৃবৃন্দকে মোহিত করেন।

অনুষ্ঠানরে দ্বতিীয় র্পবে ওস্তাদ আজজিুল ইসলাম বাঁশতিে শ্রী রাগ ও ভাটয়িালি র্মূছনায় শোতৃবৃন্দকে মোহতি করনে।

বিজ্ঞাপন