জন্মদিনেও যোগাযোগ বিহীন বেসবাবা সুমন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বেসবাবা সুমন

বেসবাবা সুমন

এক হার না মানা যোদ্ধার জন্মদিন আজ। যিনি মরণ ব্যাধি ক্যান্সারকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সেই আঙ্গুল দিয়ে বারবার গিটার ধরেছেন। শরীরে প্রায় ১ ডজন স্ক্রু নিয়ে স্টেজ মাতিয়ে গেছেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’ এর প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন।

বাংলাদেশের অন্যতম সেরা এই বেইজ গিটারিস্ট নিজের প্রকৃত নামের চেয়ে সংগীত জগতে বেসবাবা সুমন নামে বহুল পরিচিত। ২০১৩ সাল থেকে একাধিকার ক্যান্সারে আক্রান্ত হয়েও গান ছাড়েননি এই সুরের জাদুকর। নিজের ৪৭ তম জন্মদিনে এসেও অসুস্থ ও যোগাযোগ বিহীন বেসবাবা সুমন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে বার্তা২৪.কমের পক্ষে তার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করেও সাড়া মেলেনি তার।

বিজ্ঞাপন
‘অর্থহীন’ এর প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন

এরপর অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘সুমন ভাই কারো সঙ্গে যোগাযোগের মত অবস্থায় নেই। তার মোবাইল সহ সকল কিছু বন্ধ। বর্তমানে তিনি তার ঢাকার বাসাতেই অবস্থান করছেন। ১৫ তারিখের পর ভাইয়ের আরও একটা অপারেশন হওয়ার কথা আছে। ডাক্তারের তারিখ পেলে তিনি জার্মানি যাবেন এই অপারেশনের জন্য।’

সাইদুস সালেহীন খালেদ সুমন

আজকের জন্মদিন নিয়ে কোন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে রাজু আহমেদ বলেন, ‘আমি গতকাল রাতে ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু তার দেখা পায়নি। জন্মদিন নিয়ে ভাইয়ের কোন পরিকল্পনা থাকেনা। তাই এবারও হয়তো বাসায় থাকবেন। আমি সন্ধ্যায় আবার যাবো; দেখি ভাইয়ের সঙ্গে আজ দেখা হয় কিনা।’

বিজ্ঞাপন

১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে সুমন তার রক সংগীতের জীবন শুরু করেন। মাত্র ১৯ বছর বয়সের মধ্যে অনেকগুলো ব্যান্ডে বেস বাজানোর সৌভাগ্য হয় তার। ১৯৯৭ সালে তিনি সেই সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ গিটারবাদক হিসেবে যোগ দেন। দুই বছর ওয়ারফেজে বাজানোর পর, ১৯৯৯ সালে নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন তিনি। অ্যালবামটি অনেক জনপ্রিয়তা পেলে, সে বছর অর্থহীন ব্যান্ডের যাত্রা শুরু করেন সুমন।