গান দিয়ে শুরু হলো ‘আকবর টাইমস’
এফডিসির জহির রায়হান কালার ল্যাবে (১৫ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ‘আকবর টাইমস’ সিনেমার তারকা খচিত মহরত। মহরতের পরদিনই (১৬ জানুয়ারি) সিনেমাটির টাইটেল ট্র্যাক দিয়ে শুরু হয়েছে ‘আকবর টাইমস’ সিনেমার দৃশ্য ধারণের কাজ।
প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছে চিত্রনায়ক ইমন ও নায়িকা ববি। আজ এবং কাল এই গানের দৃশ্য ধারণ হবে। এরপর বিরতি দিয়ে আগামী ২৫ জানুয়ারি শুরু হবে সিনেমাটির বাকী কাজ। বার্তা২৪.কমকে এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক সৈকত নাসির।
সিনেমাটির গল্পে দেখা যাবে, ১৯৭৪ সাল পরবর্তী রাজধানীর গ্যাং কালচার। যেখানে ফুটে উঠে ঢাকার উত্থান পতন।
সিনেহল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাতা সৈকত নাসিরের পরিচালনায় সিনেমাটিতে প্রথমবার জুটি হিসাবে বেঁধেছেন ইমন ও ববি। রণক ইকরামের গল্পে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবুর ও আসাদ জামান। সিনেমাটির ট্যাগ লাইন রাখা হয়েছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’।