ট্রেলারেই উষ্ণতা ছড়ালেন কার্তিক-সারা
পোস্টার উন্মোচনের একদিন পরই ইউটিউবে প্রকাশ পেলো ‘লাভ আজ কাল’ ছবির ট্রেলার। তিন মিনিটের ট্রেলার মুক্তির পর থেকেই সকলের প্রশংসা কুড়াতে শুরু করেছে। তার কারণ অবশ্যই কার্তিক আরিয়ান ও সারা আলি খানের রসায়ন। বলিউডের এই দুই তারকার অনস্ক্রিন রোমান্সে মজেছেন দর্শক।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ আজ কাল’ ছবির মতো নতুন ‘লাভ আজ কাল’-এর গল্পও একই ধাঁচের। প্রেম, ভালবাসা, বিচ্ছেদ, মান-অভিমানের পালা সবই রয়েছে ছবিটিতে। তবে এবারের প্রেম কাহিনির প্রেক্ষাপট ১৯৯০ ও ২০২০।
‘লাভ আজ কাল’ সিক্যুয়েলে পরিবর্তন বলতে শুধু চরিত্রগুলো। জয় (সাইফ আলি খান) ও মীরার (দীপিকা পাড়ুকোন) বদলে এখানে নায়ক ও নায়িকার নাম বীর (কার্তিক) ও জোয়ি (সারা)।
আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাবে ইমতিয়াজ আলি পরিচালিত ছবিটি।