১ মাস ব্যাপী ‘বাংলাবিদ’র নিবন্ধন শুরু

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘বাংলাবিদ’র নিবন্ধন শুরু

‘বাংলাবিদ’র নিবন্ধন শুরু

বাংলা ভাষাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেবার প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়েছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’র চতুর্থ বর্ষ। আয়োজনের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার (২১ জানুয়ারি) থেকে। চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ইস্পাহানি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এ বছর দেশের সব বিভাগের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । আটটি বিভাগীয় শহরের সঙ্গে কুমিল্লা শহরে এবারো প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ও নির্বাচিত সেরা ছাত্র-ছাত্রীদের মূল পর্বে নিয়ে আসা হবে । বিভাগীয় সেরা প্রতিযোগীরা স্টুডিও রাউন্ডে অংশ নিবে। ২০টি পর্বের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে। অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং ত্রপা মজুমদার।

বিজ্ঞাপন

আরও জানানো হয়েছে, প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ পাবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে ৩ ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি করার জন্যে ৫০ হাজার টাকার বাংলা বই ও বইয়ের আলমারি।