বছর শেষে আসছে জন কবিরের ২ অ্যালবাম
ব্যান্ড শিল্পীর সঙ্গে অভিনেতা তকমাটাও যুক্ত হয়েছে জন কবিরের নামের সঙ্গে। তবে দীর্ঘ দিনের মিউজিক ক্যারিয়ারে এখনো নিজের একক একটি অ্যালবাম প্রকাশ হয়নি এই শিল্পীর।
এবার সেই আক্ষেপটাও মিটতে যাচ্ছে। বছর শেষে আসছে জন কবিরের ২ অ্যালবাম। এর মধ্যে একটি তার প্রথম একক অ্যালবাম ‘অপ্রাসঙ্গিক’, আরেকটি ব্যান্ড ইন্দালোর দ্বিতীয় একক অ্যালবাম ‘উত্তর খুঁজছি দক্ষিণে’।
জানা গেছে, জনের একক অ্যালবাম ‘অপ্রাসঙ্গিক’ এ থাকছে মোট ১০টি গান। অ্যালবামের প্রথম গান ‘মোহ’ ফেব্রুয়ারিতে সিঙ্গেল আকারে প্রকাশ হবে। এছাড়া ‘হবে কি’ ও ‘ছবি’ শিরোনামের দুইটি গান ‘উত্তর খুঁজছি দক্ষিণে’ অ্যালবাম থেকে প্রকাশ করেছে ব্যান্ড ইন্দালো।
এ প্রসঙ্গে জন কবির জানিয়েছেন, আমার ইচ্ছে আছে নিজের ও ব্যান্ড ইন্দালোর অ্যালবাম বছর শেষের দিকে একই দিনে প্রকাশ করার। নিজের একক অ্যালবাম; আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। বাবা মারা যাওয়ার পর মনে হয়েছে যে কেউ যেকোনো সময় মারা যেতে পারেন। তখনই মনে হলো যেমনই হোক না কেন, নিজের একটি একক অ্যালবাম করি।