বেয়ার গ্রিলসের দুঃসাহসিক অভিযানে এবার রজনীকান্ত
বিশ্বের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’। প্রতিকূল পরিবেশে টিকে থাকার চ্যালেঞ্জ নেওয়ার আয়োজন এটি। এতে একা একা জলে-জঙ্গলে ঘুরে বেড়িয়ে দুনিয়াজুড়ে পরিচিত ব্রিটিশ দুঃসাহসী অভিযাত্রী বেয়ার গ্রিলস।
গত বছর ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর একটি পর্বে অতিথি হিসেবে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার এতে অংশ নিচ্ছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। প্রাণিসম্পদ রক্ষা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেয়ার গ্রিলসের সঙ্গে বনে ঘুরছেন তিনি।
ভারতের ইংরেজি সংবাদমাধ্যম টাইমস নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, কর্নাটকের বন্দিপুর ন্যাশনাল পার্কে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানের চিত্রায়ন হচ্ছে। ১৯৭৪ সালে প্রজেক্ট টাইগারের আওতায় প্রাণীদের অভয়ারণ্য ঘোষণা করা হয় এই জায়গাকে।
চার দশকের সফল ক্যারিয়ারে নানান ভাষা ও বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করেছেন রজনীকান্ত। বেয়ার গ্রিলসের কাছে জীবনের গল্প, দর্শন, পরিবেশ, প্রকৃতি নিয়ে কথা বলছেন ৬৯ বছর বয়সী এই অভিনেতা।