অভিনেতা মনোজ কুমার প্রামাণিকের পর্দার বাইরের পরিচয় তিনি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক। ছোট ও বড় পর্দার এই পরিচিত মুখ আগে কাজ করেছেন সহকারী পরিচালক হিসাবে। সম্প্রতি বার্তার শাহরিয়ার তামিমের ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।
ঈদ ছাড়া বড় বাজেটের ছবি মুক্তি পায় না এমন মিথ ভাঙতে আগামীকাল (১৫ নভেম্বর) মুক্তি পাচ্ছে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ছবি ‘দরদ’। মুক্তির দুদিন আগে থেকেই ছাড়া হয়েছে ছবিটির অগ্রিম টিকেট।
রাজনৈতিক পট-পরিবর্তনে এখনো সিনেমার বাজারে স্থবির অবস্থা বিরাজ করছে। এমন সময়ে বড় বাজেটে ‘দরদ’ মুক্তির সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। তারা জানান, ‘দরদ’-এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। এ কারণে দৈনিক ২২টি শো থাকলেও এখন আরও চারটি শো বাড়ানো হয়েছে। সীমান্ত সম্ভারে দুটি শো এবং বসুন্ধরা শাখায় দুটি শো বাড়ানো হয়েছে! রেসপন্স ভালো হলে শো আরও বাড়বে। ‘দরদ’ হিট হওয়া দরকার, তাহলে আরও ছবি আসবে।
সিনেপ্লেক্সের পাশাপাশি কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। তারা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানায় কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না।
স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইটে গিয়ে দেখা গেছে, ‘দরদ’ মুক্তির প্রথম দিনের টিকেটের বেশীর ভাগ বিক্রি হয়ে গেছে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার শো’য়ের বসুন্ধরা শাখার সব টিকিট বিক্রি হয়ে গেছে! তবে সকাল ও দুপুরের টিকিট ৬০ শতাংশের মতো বিক্রি হয়েছে।
ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। তিনি বলেন, দেশে ৮৩ হলে মুক্তি দেয়া হচ্ছে ‘দরদ’। সেই সঙ্গে বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।
সম্প্রতি ‘দরদ’-এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে, যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন। রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়াও রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব ও বাংলাদেশের এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রিও, সাফা মারওয়া, আমির সিরাজী েএবং জেসিয়া ইসলাম (অতিথি শিল্পী)।
হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘গ্ল্যাডিয়েটর’-এর স্মৃতি সিনেমাপ্রেমীদের মনে জ্বলজ্বল করছে এখনো। মহাকাব্যিক গল্পের এই সিনেমার কথা ভুলে যাওয়া সম্ভব নয়। ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি অর্জন করেছে তুমুল প্রশংসা আর মর্যাদাপূর্ণ পুরস্কার।
৪৬০ মিলিয়ন ডলারের বেশি আয় করে ছবিটি। অস্কারে ১২টি মনোনয়ন পায় এবং সেরা চলচ্চিত্রসহ পাঁচটি অস্কার জয় করে। দুই যুগ পর পর্দায় আসছে এই সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গ্ল্যাডিয়েটর ২’, এ কথা এরইমধ্যে অনেকেই জেনে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ছবিটি আগামী ২২ নভেম্বর নিজ দেশে মুক্তি পাবে।
বাংলাদেশের দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, যুক্তরাষ্ট্রের আগে তারা ছবিটি দেখার সুযোগ পাবেন। বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে ১৫ নভেম্বর!
অ্যাকশন আর আবেগের মিশেলে নির্মিত ‘গ্ল্যাডিয়েটর’কে এই শতকের অন্যতম সেরা সিনেমার একটি মনে করা হয়। ২৪ বছর পর আসছে সেই ছবির সিক্যুয়েল ‘গ্ল্যাডিয়েটর ২’। প্রথম কিস্তিতে রাসেল ক্রো, জোয়াকিন ফিনিক্সের মতো অভিনেতাদের দেখা গিয়েছিল। এবার প্রধান চরিত্রে পরিচালক রিডলি স্কট আস্থা রেখেছেন এ সময়ের আলোচিত ব্রিটিশ অভিনেতা পল মেসক্যালের ওপর। এ ছাড়া আছেন পেড্রো প্যাসক্যাল, ডেনজেল ওয়াশিংটনের মতো অভিনয়শিল্পীরা।
মেসক্যাল অভিনয় করেছেন ‘লুসিয়াস ভেরাস’ চরিত্রে। এই ভেরাস হলেন লুসিলার ছেলে ও কমোডাসের ভাগনে। ছবির গল্প ভেরাসকে নিয়েই। ১৫ বছর লাপাত্তা থাকার পর সে হাজির হয়, জড়িয়ে যায় গ্ল্যাডিয়েটরিয়াল লড়াইয়ের নৃশংস জগতে।
এ বছরের ৯ জুলাই এর ট্রেলার প্রকাশিত হয়েছে। তিন মিনিটের ট্রেলারে রোমান সাম্রাজ্যের সময়কে সিনেমাটিক কায়দায় উপস্থাপন করা হয়েছে। রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করতে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা পল মেসকালকে। সেই সঙ্গে গ্ল্যাডিয়েটরের পুরনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে। প্রকাশ্যে আসার মাত্র এক দিনেই ট্রেলারের ভিউ ছাড়িয়েছে এক কোটি ১৬ লাখ।
গত ২৪ বছর ‘গ্ল্যাডিয়েটর’-এর সিকুয়েল নিয়ে বেশ কয়েকবার আলাপ শোনা গেছে। তবে ‘গ্ল্যাডিয়েটর ২’-এর বিষয়টি নিশ্চিত হয় বছর তিনেক আগে। গত বছরের জানুয়ারিতে জানা যায়, প্রধান চরিত্রে দেখা যাবে পল মেসক্যালকে। তরুণ এই অভিনেতা বিবিসি ও হুলুর মিনি সিরিজ ‘নরমাল পিপল’ দিয়ে পরিচিতি পান তিনি। সে সময় তাকে এমন বড় বাজেটের সিনেমায় নেওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই।
তবে ট্রেলারে তার পারফরম্যান্স দেখে অনেকেই বলতে বাধ্য হয়েছেন যে নির্মাতার পছন্দ ভুল হয়নি। গত বছরের মে মাসে ছবিটির শুটিং শুরু হয় মরক্কোয়। এ ছাড়া ছবিটির শুটিং হয়েছে মালটা ও যুক্তরাজ্যে। ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ছবিটির সাফল্য কি আগের ছবিকে ছাড়িয়ে যাবে! সেটা দেখার জন্যই এখন অপেক্ষা সবার।
সৌদি আরবের মঞ্চ মাতালেন বিশ্ববিখ্যাত মার্কিন সংগীতশিল্পী, অভিনেত্রী ও ফ্যাশন আইকন জেনিফার লোপেজ। গতকাল বুধবার সৌদির রাজধানী রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি অনুষ্ঠান করেন। সেই আয়োজনের মঞ্চে হাজির হন জেলো থেকে শুরু করে কানাডিয়ান গায়িকা সেলিন ডিওন, অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হলি বেরি, পপস্টার কামেলা কাবেলা, লেবানিজ গায়িকা ন্যান্সি আজরাম ও মিসরীয় গায়ক আমর দিয়াব।
এদিন মঞ্চে এলি সাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হয়েছিলেন মডেলরা, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। রানওয়ের নির্দেশনায় ছিলেন ফরাসি ভোগ ম্যাগাজিনের সাবেক সম্পাদক ক্যারিন রইটফেল্ড।
প্রখ্যাত হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনের পর প্রথমবারের মতো পারফর্ম করেন জেনিফার লোপেজ। এদিন তিনি মার্কিন গায়িকা গ্লোরিয়া গেনরের ‘আই উইল সারভাইভ’ গানের কয়েকটি লাইন দিয়ে পারফরম্যান্স শুরু করেন। অনেকই মনে করছেন, গানটি দিয়ে তিনি তার প্রাক্তনী বেন অ্যাফ্লেককেই ইঙ্গিত করেছেন।
এলি সাবের ডিজাইন করা গাউনে মঞ্চে আসেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হলি বেরি। গাউনটি তার জন্য ছিল বিশেষ। ২০০২ সালে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার জেতার সময় এটি পরেছিলেন অভিনেত্রী। সেবার প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে এ পুরস্কার জিতেছিলেন বেরি।
এর আগে বেরিকে লালগালিচায় দেখা যায়। সেখানেই সাক্ষাৎকারে এলি সাবের সঙ্গে প্রথম সাক্ষাতের অনুভূতি ভাগ করে নেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমার এই সফরের গুরুত্বপূর্ণ দিক হলো এই মানুষটির সঙ্গে দেখা করা, যার সঙ্গে আমি ২২ বছর ধরে জড়িয়ে আছি। তাকে আলিঙ্গন করতে চাই এবং তাকে ধন্যবাদ জানাতে চাই।’
সেলিন ডিওনের পারফরম্যান্স দিয়ে এদিনের শো শেষ হয়। জমকালো গোল্ডেন গাউন পরে মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। ‘দ্য পাওয়ার অব লাভ’, ‘আই অ্যাম অ্যালাইভ’-এর মতো জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতান তিনি। অসুস্থতার পর চলতি বছর অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। এরপর আবারও গাইতে শোনা গেল তাকে।
প্রথমবার সৌদিতে পারফর্ম করে বেশ রোমাঞ্চিত ছিলেন সেলিন ডিওন। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘প্রথমবারের মতো এখানে (রিয়াদে) আসাটা একধরনের স্বপ্নপূরণের মতো। আমি বেশ রোমাঞ্চ অনুভব করছি।’
২০২২ সালের ডিসেম্বরে জটিল স্নায়ুরোগ স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্তের খবর দেন সেলিন ডিওন। এরপর বিরতিতে চলে যান তিনি।
আগামী শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে রাজপথ গণপরিবেশনা ‘লাল মজলুম’। ঢাকার রাস্তায় এর আগে যত পথনাটক হয়েছে ‘লাল মজলুম’ হতে যাচ্ছে সেগুলোর চেয়ে অন্যরকম কিছু। তাই আয়োজকরা এর নাম দিয়েছে ‘উন্মুক্ত রাজপথ গণপরিবেশনা’। এটার ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. শাহমান মৈশান।
‘লাল মজলুম’ একটি রাজপথ-গণপরিবেশনা। বাংলাদেশে রাস্তায় উপস্থাপিত বিভিন্ন শিল্পকর্ম যেমন পথনাটক, পোস্টারনাটক, ইনস্টলেশন ও পারফরম্যান্স আর্টের ভাষা প্রয়োগ করা হয়েছে এই নাট্য পরিবেশনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে খণ্ড খণ্ড চলমান এই পরিবেশনাটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে একটি গণ-অধিবেশনমূলক সংলাপের দৃশ্যায়নের মাধ্যমে শেষ হবে।
‘লাল মজলুম’-এ শিক্ষার্থী-শ্রমিক জনতার জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি এবং এই জনপদে ইতিহাসের বিভিন্ন চিরায়ত অভ্যুত্থানকে একসূত্রে গাঁথা। অন্যদিকে, বর্তমানের রাজনৈতিক-সামাজিক জটিল সংকটগুলিকেও সাংস্কৃতিক শিল্পভাষার নিরিখে তুলে ধরবে। এই পরিবেশনায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনগুলির শিল্পী ও কর্মীবৃন্দ অংশ নেবে।
সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে কর্তৃত্ববাদের বিপরীতে বাংলাদেশের নয়া রাজনৈতিক বন্দোবস্ত সংক্রান্ত জনগণতান্ত্রিক বয়ান তুলে ধরে ক্রাউড ফান্ডিংয়ে নির্মিতব্য এই রাজপথ-গণপরিবেশনা।