হলিউডের ছবির রিমেকে দীপিকা-ঋষি
বক্স অফিসে বাজিমাত করতে পারেনি দীপিকা পাড়ুকোন প্রযোজিত ও অভিনীত ‘ছাপ্পাক’। এরইমধ্যে নিজের নতুন ছবির ঘোষণা দিলেন বলিউডের এই অভিনেত্রী।
গত ২৭ জানুয়ারি নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে নিজের পরবর্তী ছবির ঘোষণা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। সেখান থেকেই জানা গেছে ৩৬ বছর বয়সী এই তারকা ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-র হিন্দি সংস্করণ নির্মাণ করতে যাচ্ছেন।
শুধু ছবিটি প্রযোজনা নয়, এতে অভিনয় করতেও দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে। চমকপ্রদ তথ্য হলো- দীপিকার পাশাপাশি এতে দেখা যাবে তার সাবেক প্রেমিক রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরকেও।
Thrilled to present my next!?
The Indian adaptation of #TheIntern
A 2021 release!
Presented by @_KaProductions @warnerbrosindia and @iAmAzure
See you at the movies!@chintskap pic.twitter.com/c3Fmr2H7GDবিজ্ঞাপন— Deepika Padukone (@deepikapadukone) January 27, 2020
দীপিকার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন সুনীর কেটারপাল। কিন্তু এটি কে পরিচালনা করবেন তা এখনও ঠিক হয়নি।