রাখিকে মনে আছে?

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

দু’গালে আদুরে টোল, ঠোঁটে সারাক্ষণ হাসি, লম্বা-পাতলা শরীর, ন্যাচারাল স্ক্রিণ অ্যাপিয়ারেন্স- সবমিলিয়ে রাখি মাহবুবা।

মনে আছে রাখিকে?

যারা ভাবতে বসেছেন, তাদেরকে মনে করিয়ে দেয়া যাক- ২০১০ সালের লাক্স সুপারস্টার বিজয়ী রাখি। অভিনয়, উপস্থাপনা, মডেলিং- সবক্ষেত্রেই দারুণভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

রাখি অভিনয় শুরু করেন বিপাশা হায়াতের রচনা ও তৌকীর আহমেদের পরিচালনায় ‘বিস্ময়’ নাটক দিয়ে। অল্পদিনের মধ্যেই মেধাবী অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত হতে থাকেন। ছোটপর্দায় তার আগমন আশাবাদী করে তুলেছিলো নির্মাতাদের।

২০১০-১৩ মাত্র তিন বছর রাখি দাপিয়ে কাজ করেছেন ক্যামেরার সামনে।

বিজ্ঞাপন

অভিনয়ে ক্যারিয়ার যখন তুঙ্গে, তখনই বাবাকে হারান রাখি।

বাবার মৃত্যুর পর নিজেকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। বাবার খুব ইচ্ছা ছিলো, মেয়ে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করবে।

২০১৩ সালের জুলাইয়ে বাবার স্বপ্ন পূরণ করতে, উচ্চশিক্ষার উদ্দেশ্যে দেশ ছাড়েন রাখি।


ভর্তি হন অস্ট্রেলিয়ার পার্থের কাওয়ান বিশ্ববিদ্যালয়ে (ইসিইউ) ব্যাচেলর অব টেকনোলজি (ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সিস্টেম) বিভাগে।

পড়াশুনাপর্ব শেষ হয়েছে।

চাকরি জীবনেও পা রেখেছেন রাখি। ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন বেসরকারি সংস্থা ‘উড’-এ।

দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে বোধহয় অভিনয়জীবনেরও ইতি টেনেছিলেন রাখি!

এরপর আর কোনোদিন অভিনয়ের কাছেধারে ঘেঁষতে শোনা যায়নি তাকে।

শনিবার [২১ জুলাই] ছিলো রাখি মাহবুবার জন্মদিন। সাফল্যের সঙ্গে জীবনের পঁচিশটা বছর কাটাতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি।

রাখি কি আর দেশে ফিরবেন? ফিরবেন অভিনয়ে?

সময় জানে। আর জানে সেই রাখি!


আরও পড়ুন:

অনুরোধে গলে না মম!

শাফিন এখন জাতীয় পার্টিতে