সালমানের একটি অজানা বিষয় জানালেন জ্যাকলিন
ঘনিষ্ঠ বন্ধু সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ এ কথা কারও অজানা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। সেখানেই বন্ধু সালমানের একটি অজানা বিষয়ের খোলাসা করেছেন জ্যাকলিন।
সালমান খানের অজানা একটি বিষয়ের খোলাসা করে বলেন- “সালমানের বিষয়ে আমি সবকিছু জানি বলে মনে হয় না। কিন্তু তার বিষয়ে একটি অজানা তথ্য আমার জানা রয়েছে। তার সঙ্গে কাজ করার পরই সেই তথ্য জানতে পেরেছি। সেটি হলো- তিনি কখনও ঘুমানোর সময় পান না। কারণ তিনি সকাল, বিকেল ও রাত সবসময়ই কাজ করেন।”
যোগ করে জ্যাকলিন আরও বলেন, ‘আমি তো মাঝে মধ্যে সালমানকে একটু ঘুমানোর উপদেশও দিয়ে থাকি।’
টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৩তম আসরে সঞ্চালনার দায়িত্ব পালন করছেন সালমান খান। সম্প্রতি তিনি শুরু করেছেন ‘রাধে’র শুটিং। এটি পরিচালনা করবেন প্রভুদেবা।
ভাই সোহেল খানের পরিচালিত ‘শের খান’-এ তাকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। তাছাড়া তার হাতে রয়েছে ‘কাভি ঈদ ও কাভি দিওয়ালি’ নামের একটি ছবি।