বঙ্গবন্ধুর বায়োপিক: নাবিলা হচ্ছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নাবিলা হচ্ছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব

নাবিলা হচ্ছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’। এরই মধ্যে এই সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা শ্যাম বেনেগাল।

এই সিনেমার কাজে গেল (৫ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন শ্যাম বেনেগাল। এসেই চূড়ান্ত শিল্পী নির্বাচনের কাজ সারছেন এই নির্মাতা।

বিজ্ঞাপন

জানা গেছে, এরই মধ্যে বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী দিলারা জামান, তৌকির আহমেদ ফজলুর রহমান বাবুসহ বেশ কয়েকজন।

দিলারা জামান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মা শেখ সায়েরা খাতুনের চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন, তৌকির আহমেদ চূড়ান্ত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে আর খন্দকার মোশতাক চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু।

বিজ্ঞাপন
শেখ সায়েরা দিলারা জামান, সোহরাওয়ার্দী তৌকির

এবার জানা গেলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করবেন নাবিলা। গতকাল শুক্রবার তিনি এফডিসিতে এই চরিত্রে অডিশন দিয়েছেন বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।

যদিও এ প্রসঙ্গে নাবিলার বক্তব্য, কেবলমাত্র অডিশন দিয়েছি এই চরিত্রের জন্য। এখনো নিশ্চিত নই কোন চরিত্রে সুযোগ পাচ্ছি বা আদৌ পাবো কী না। এটা নিতান্তই ছবিটির পরিচালক ও তার টিমের উপর নির্ভর করছে।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটিতে বাংলাদেশের বাইরে বলিউড ও কলকাতার শিল্পীদের দেখা যাবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর বায়োপিক: শেখ সায়েরা দিলারা জামান, সোহরাওয়ার্দী তৌকির