দ্বৈত চরিত্রে সারা
‘কেদারনাথ’ দিয়ে শুরু এরপর এক এক করে সারা আলি খান ভক্তদের উপহার দিয়েছেন ‘সিম্বা’ ও ‘লাভ আজ কাল’। এই মুহূর্তে বলিউডের এই অভিনেত্রী ব্যস্ত রয়েছেন ‘কুলি নম্বর ওয়ান’-এর কাজ। এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবি ‘আতরাঙ্গি রে’তে। যেখানে সারার বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমার ও দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশকে।
চমকপ্রদ তথ্য হলো- ‘আতরাঙ্গি রে’তে দ্বৈত চরিত্রে পাওয়া যাবে সারা আলি খানকে। এবারই প্রথম কোন ছবিতে দ্বৈত চরিত্রে হাজির হতে যাচ্ছেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী।
আগামী মার্চ থেকে শুরু হবে ‘আতরাঙ্গি রে’র শুটিং। চলবে ৮০ থেকে ৯০ দিন পর্যন্ত। অক্ষয়ের ভাগের শুটিং শুরু হবে এপ্রিলে। ২০২১ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে ছবিটি।