‘মাস্টার শেফ’ বিজয়ী অবিনাশ নায়ক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অবিনাশ নায়ক

অবিনাশ নায়ক

ভারতীয় চ্যানেল স্টার প্লাসে প্রচারিত রান্নার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মাস্টার শেফ’-এর ষষ্ঠ মৌসুমের বিজয়ী হয়েছেন উড়িষ্যার অবিনাশ নায়ক। চূড়ান্ত পর্বে তিন প্রতিযোগী আকাঙ্খা খাতরি, ঐন্দ্রিলা বালা ও স্মুত্রিশ্রী সিংকে হারিয়ে সেরার মুকুট জয় করেছেন অবিনাশ। রানার-আপ হয়েছেন ঐন্দ্রিলা।

পুরস্কার হিসেবে ২৭ বছর বয়সী অবিনাশ পেয়েছেন ২৫ লাখ রুপি। সেই সঙ্গে ‘মাস্টার শেফ’ ট্রফি।

বিজ্ঞাপন
পরিবার ও বিচারকদের সঙ্গে অবিনাশ নায়ক

উড়িষ্যার ছেলে অবিনাশ নায়ক পেশায় একজন টেকনোলজি অ্যানালাইসিস ছিলেন। কিন্তু রান্নার প্রতি ছিলো তার দুর্বলতা। আর সেই দুর্বলতা থেকেই তিনি অংশগ্রহণ করেন ‘মাস্টার শেফ’-এ। এমনকি তিনি ছিলেন অনুষ্ঠানটির প্রথম প্রতিযোগী যিনি ইমিউনিটি পিন পেয়েছেন।

তিন বছর বিরতির পর গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয় ‘মাস্টার শেফ’-এর ষষ্ঠ মৌসুম। ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিলো এর পঞ্চম মৌসুম। যার বিজয়ী হয়েছিলেন আসমিতা আরোরা।

বিজ্ঞাপন