করোনাভাইরাস আতঙ্কে দীপিকা পাড়ুকোন প্যারিস সফর এবং সালমান খান তার ‘রাধে’ ছবির থাইল্যান্ড শিডিউড বাতিল করে দিয়েছেন। এমনকি প্রয়োজন ছাড়া দেশের বাহিরেও যাচ্ছেন তারকারা। গেলেও মেনে চলছেন কঠোর নিয়ম।
এবার এই করোনাভাইরাস আতঙ্কের কারণে পিছিয়ে দেওয়া হচ্ছে আইফা অ্যাওয়ার্ডের তারিখ। শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এ মাসের শেষ দিকে ভারতের মধ্যপ্রদেশে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিলো। তবে চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি। শিগগিরই সেটি জানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে আইফা কর্তৃপক্ষ।
কিছুদিন আগে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এক কনসার্টে সংগীত পরিবেশন করে তুমুল সমালোচনার মুখে পড়েন ‘ঝুমকা’খ্যাত গায়িকা ও অভিনেত্রী জেফার রহমান। তার পারফরমেন্সের কিছু খণ্ড ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়তেই শুরু হয় ট্রলিং ।
অনেকে আপত্তি তুলেন, গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। শুধু তাই নয়, কেউ কেউ তাকে অটো-টিউন শিল্পী বলেও বিদ্রুপ করছেন।
অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন জেফার। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন জানি আপনাদের নিউজে নাই।’
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার বলেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’
চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। জনপ্রিয়তা তুঙ্গে থাকার সময়ই নিয়মিত অভিনয়ে অনিয়মিত হয়েছেন। এখন নানা ধরনের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়েই ব্যস্ততা তার। বছরখানেক হলো নতুন করে সংসারী হয়েছেন তিনি। তার হাতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।
এদিকে নতুন বছর শেষ হতে আরো প্রায় সপ্তাহখানেকের বেশি সময় আছে। তার আগেই পুরনো বছরকে বিদায় জানালেন এই অভিনেত্রী। স্বাগত জানালেন নতুন বছরকে। আজ তিনি ফেসবুকে পেজে তিনটি ছবি যুক্ত করে লেখেন, ‘প্রিয় অতীত, সব শিক্ষার জন্য ধন্যবাদ, প্রিয় ভবিষ্যৎ, আমি প্রস্তুত’। সঙ্গে ‘গুডবাই ২০২৪’ ও ‘গুডবাই ডিসেম্বর’ লিখে হ্যাশট্যাগ দেন।
দুপুরের দেওয়া সেই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। জানিয়েছেন নানা রকম শুভ কামনা। চার ঘণ্টায় সেই ছবিতে এসেছে দুই হাজারের বেশি মন্তব্য।
‘আরে ও সইগো নয়া বাতাস লাগলো আমার গায়’ এমন কথার গান নিয়ে তৈরি হলো জমকালো মিউজিক্যাল ফিল্ম। রকিব আলীর গীতি কবিতায়, শোভন রয়ের সুর ও সংগীতায়োজনে ‘নয়া বাতাস’ গানটিতে কন্ঠ দিলেন ‘নয়া দামান’খ্যাত কণ্ঠশিল্পী তসিবা। সাথে রয়েছেন জনপ্রিয় র্যাপার রিযান। অভিনয় করেছেন চিত্রনায়ক শিশির সরদার, মডেল অলংকার চৌধুরীসহ প্রায় ১০০ সহশিল্পী।
‘নয়া বাতাস’ গানকে মিউজিক্যাল ফিল্মে রূপান্তর করেছেন নির্মাতা বিপ্লব হোসেন। তিনি বলেন, ‘ম্যাটাফরিক ফরমেটে আমরা কাজটি করেছি, যেখানে সচরাচর গল্পের বাইরে অন্যরকম গল্প পাওয়া যাবে। রাজধানীর পুরান ঢাকার একটা বাড়িতে জাকজমকপূর্ণ আয়োজনে এর শুটিং সম্পন্ন করেছি।’
তিনি আরও বলেন, ‘অলংকার চৌধুরী, শিশির সরদার চরিত্রের ভেতরে ঢুকে অভিনয় করার জন্য রিহার্সেল করা থেকে শুরু করে সকল বিষয়ে ভীষণ আন্তরিক ছিলেন। তাই কাজটি দর্শকপ্রিয়তা পাবে এমনটাই আশাবাদী তারা।’
গীতিকবি রকিব আলী জানান, ‘ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এ রকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা ভালো কাজ দর্শককে উপহার দিতে।’
আগামীকাল ২৪ ডিসেম্বর এইচ বি ফিল্মস ও রকেট মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে।
কলকাতা যেমন সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করেছেন মমতা ব্যানার্জি, তেমনি ভারতের ছত্তিশগড়ে বিজেপি সরকারও রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য ‘মাহতারি বন্দনা যোজনা’ চালু করেছে। এই প্রকল্পের উপভোক্তাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। ছত্তিশগড়ের তালুর জেলাতেই ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা।
এই প্রকল্প থেকেই নাকি বলিউডের প্রখ্যাত তারকা সানি লিওন মাসে মাসে টাকা তুলতেন! এমন তথ্য ফাঁস হতেই শুরু হয়েছে শোরগোল। তবে এর সঙ্গে সানি লিওনির কোন যোগসূত্র নেই! সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকত ১০০০ টাকা। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা সামনে আসার পর ওই অ্যাকাউন্টে আর সরকারি প্রকল্পের কোনও টাকা পাঠানো হচ্ছে না। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গ্রেপ্তার হননি বীরেন্দ্র।
অভিযোগ, বীরেন্দ্র নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন। সম্প্রতি স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এই বিষয়ে জানতে পারে। খবরটি প্রকাশিত হওয়ার পরেই টনক নড়ে সবার। সংশ্লিষ্ট এলাকার জেলাশাসক হরিশ এস জানান, সানি লিওনের নামে খোলা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ় করে দেওয়া হয়েছে। কী ভাবে ওই ব্যক্তি নিজের স্ত্রীর নাম 'সানি লিওনে' দিয়ে সরকারি প্রকল্পের টাকা তুললেন, সেই বিষয়েও বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এই ঘটনায় শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজের অভিযোগ, ‘মাহতারি বন্দনা যোজনা-র আওতায় থাকা ৫০ শতাংশ উপভোক্তাই ভুয়ো।’ পাল্টা সরব হয়েছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীও। বিজেপি নেতা অরুণ সাও পাল্টা বলেন, ‘কংগ্রেস মহিলাদের মাসিক অর্থ দিতে পারেনি ক্ষমতায় থাকাকালীন। বিজেপি মহিলাদের হাতে অর্থ তুলে দিচ্ছেন। আর তা সহ্য করতে পারছে না কংগ্রেস।’