‘প্রথম দেখায় দেবকে দারুণ মানুষ মনে হয়েছে’
গেল ২৯ ফেব্রুয়ারি থেকে কলকাতায় অবস্থান করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ জাহারা মিতু। শুধু যে অবস্থান করছেন ব্যাপারটা এমন নয়, প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার।
আগামীকাল (১১ মার্চ) থেকে কলকাতায় শুরু হতে যাচ্ছে ‘কমান্ডো’ সিনেমার শুটিং। সিনেমাটিতে কলকাতার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতে অভিনয় করবেন জাহারা মিতু। মঙ্গলবার সকালে যখন মিতুকে ফোন পাওয়া গেলো জানালেন, সকালে উঠে জিম করে বিশ্রাম নিচ্ছিলেন, মাত্র উঠেছেন।
মিতুর কাছে প্রথম প্রশ্ন ছিলো, কলকাতার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন প্রস্তুতি কেমন?
‘মিশন সিক্সটিন’ সিনেমা হওয়ার কথা ছিলো এরপর জানলাম ‘কমান্ডো’ হবে। নতুন চিত্রনাট্য লেখা হয়েছে, সময় কিছুটা কম পেয়েছি। প্রস্তুতি বলতে ওজন কমাতে হয়েছে। আগে ৫৫ কেজি ছিলাম, এখন ওজন ৪৩ কেজি। এছাড়া নিয়মিত জিমে যাচ্ছি; এছাড়া লুক ঠিক করা, কস্টিউম ঠিক করার কাজ করছি।
কাল থেকে শুটিংয়ে যাচ্ছেন এখনো কি দেবের সঙ্গে দেখা হয়েছে?
দেব শুধু এই দেশের একজন জনপ্রিয় নায়ক নয় উনি একজন সংসদ সদস্যও। প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় উনাকে, দেখা বলতে ছোট একটা মিটিং হয়েছে। প্রথম দেখায় দেবকে দারুণ একজন মানুষ মনে হয়েছে। সুপারস্টার হয়েও যেন খুব সাধারণ একজন।
দেশে ফিরছেন কবে?
১৯ মার্চ পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে। ২০ তারিখের দিকে দেশে ফিরতে পারি। আবার ২২ মার্চ থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হবে।
শাপলা মিডিয়া প্রযোজিত ‘কমান্ডো’ সিনেমাটি জাহারা মিতুর দ্বিতীয় সিনেমা। সিনেমাটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। দেব-মিতু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন মাজনুন মিজান, ফলজুর রহমান বাবু, শিবা শানু। প্রযোজনা সংস্থা জানিয়েছে সিনেমাটি ঈদুল আযহায় মুক্তি পেতে পারে।
এর আগে জাহারা মিতু দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয় করেছেন। যদিও বেশ কিছু জটিলায় সিনেমাটির শুটিং বাকী আছে।