বাবা হচ্ছেন হ্যারি পটারের বন্ধু রুপার্ট গ্রিন্ট

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও রুপার্ট গ্রিন্ট

ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও রুপার্ট গ্রিন্ট

‌‌‘হ্যারি পটার’ সিরিজগুলো যারা দেখেছেন তারা সকলেই পরিচিত আছেন রুপার্ট গ্রিন্টের সঙ্গে।

খুশির সংবাদটি হলো- হলিউডের এই অভিনেতা এবং তার প্রেমিকা জর্জিয়া গ্রুমে শিগগিরই প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে রুপার্টের মুখপাত্র জানান, ‘রুপার্ট গ্রিন্ট ও তার প্রেমিকা জর্জিয়া গ্রুমে প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এই মুহূর্তে তারা এর থেকে বেশি আর কিছু বলতে চান না।’

রুপার্ট গ্রিন্টের সঙ্গে জর্জিয়া গ্রুম

২০১১ সাল থেকে মন দেওয়া-নেওয়া চলছে রুপার্ট গ্রিন্ট ও জর্জিয়া গ্রুমের।

বিজ্ঞাপন