‘হ্যারি পটার’ সিরিজগুলো যারা দেখেছেন তারা সকলেই পরিচিত আছেন রুপার্ট গ্রিন্টের সঙ্গে।
খুশির সংবাদটি হলো- হলিউডের এই অভিনেতা এবং তার প্রেমিকা জর্জিয়া গ্রুমে শিগগিরই প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে রুপার্টের মুখপাত্র জানান, ‘রুপার্ট গ্রিন্ট ও তার প্রেমিকা জর্জিয়া গ্রুমে প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এই মুহূর্তে তারা এর থেকে বেশি আর কিছু বলতে চান না।’
২০১১ সাল থেকে মন দেওয়া-নেওয়া চলছে রুপার্ট গ্রিন্ট ও জর্জিয়া গ্রুমের।
না ফেরার দেশে চলে গেলেন ভারতের বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবুও কাজ করেছিলেন একাধিক প্রোজেক্টে। এমনকি গত সপ্তাহে (১৪ ডিসেম্বর) নিজের ৯০ তম জন্মদিন পালন করেন পরিবারের মানুষদের নিয়ে।
সেই মানুষটিরই এবার থামল তার জীবনযুদ্ধ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মৃত্যু হয়েছে তার।
বাংলাদেশের দর্শক আগে তাকে যতোটা না চিনতো তারচেয়ে বহুগুণ বেশি চিনেছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি করার সময়।
বলিউডের আর্ট ঘরানার ছবির প্রবক্তা বললে ভুল হয় না শ্যাম বেনেগালকে। তার হাত ধরে উঠে এসেছিলেন শাবানা আজমী, নাসিরউদ্দিন শাহ, স্মিতা পাতিলের মতো জাদরেল অভিনয়শিল্পী।
শুধু আর্ট ঘরানা নয়, বানিজ্যিক ধাচের ছবি করেও তিনি সফল হয়েছিলেন। জীবনঘনিষ্ট গল্প, গভীর মানবিকবোধ ও সুক্ষ আবেগ দারুণভাবে ফুটিয়ে তুলতেন তার সিনেমায়। চলচ্চিত্রশিল্পে অসামাণ্য অবদানের জন্য ১৮৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন।
শ্যাম বেনেগাল প্রসিদ্ধ তার আইকনিক ক্ল্যাসিক সিনেমা ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘মন্থন’, ‘ভূমিকা’, ‘মাম্মো’, ‘সর্দারি বেগম’, ‘জুবায়েদা’র জন্য।
কিছুদিন আগে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এক কনসার্টে সংগীত পরিবেশন করে তুমুল সমালোচনার মুখে পড়েন ‘ঝুমকা’খ্যাত গায়িকা ও অভিনেত্রী জেফার রহমান। তার পারফরমেন্সের কিছু খণ্ড ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়তেই শুরু হয় ট্রলিং ।
অনেকে আপত্তি তুলেন, গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। শুধু তাই নয়, কেউ কেউ তাকে অটো-টিউন শিল্পী বলেও বিদ্রুপ করছেন।
অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন জেফার। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন জানি আপনাদের নিউজে নাই।’
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার বলেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’
চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। জনপ্রিয়তা তুঙ্গে থাকার সময়ই নিয়মিত অভিনয়ে অনিয়মিত হয়েছেন। এখন নানা ধরনের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়েই ব্যস্ততা তার। বছরখানেক হলো নতুন করে সংসারী হয়েছেন তিনি। তার হাতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।
এদিকে নতুন বছর শেষ হতে আরো প্রায় সপ্তাহখানেকের বেশি সময় আছে। তার আগেই পুরনো বছরকে বিদায় জানালেন এই অভিনেত্রী। স্বাগত জানালেন নতুন বছরকে। আজ তিনি ফেসবুকে পেজে তিনটি ছবি যুক্ত করে লেখেন, ‘প্রিয় অতীত, সব শিক্ষার জন্য ধন্যবাদ, প্রিয় ভবিষ্যৎ, আমি প্রস্তুত’। সঙ্গে ‘গুডবাই ২০২৪’ ও ‘গুডবাই ডিসেম্বর’ লিখে হ্যাশট্যাগ দেন।
দুপুরের দেওয়া সেই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। জানিয়েছেন নানা রকম শুভ কামনা। চার ঘণ্টায় সেই ছবিতে এসেছে দুই হাজারের বেশি মন্তব্য।
‘আরে ও সইগো নয়া বাতাস লাগলো আমার গায়’ এমন কথার গান নিয়ে তৈরি হলো জমকালো মিউজিক্যাল ফিল্ম। রকিব আলীর গীতি কবিতায়, শোভন রয়ের সুর ও সংগীতায়োজনে ‘নয়া বাতাস’ গানটিতে কন্ঠ দিলেন ‘নয়া দামান’খ্যাত কণ্ঠশিল্পী তসিবা। সাথে রয়েছেন জনপ্রিয় র্যাপার রিযান। অভিনয় করেছেন চিত্রনায়ক শিশির সরদার, মডেল অলংকার চৌধুরীসহ প্রায় ১০০ সহশিল্পী।
‘নয়া বাতাস’ গানকে মিউজিক্যাল ফিল্মে রূপান্তর করেছেন নির্মাতা বিপ্লব হোসেন। তিনি বলেন, ‘ম্যাটাফরিক ফরমেটে আমরা কাজটি করেছি, যেখানে সচরাচর গল্পের বাইরে অন্যরকম গল্প পাওয়া যাবে। রাজধানীর পুরান ঢাকার একটা বাড়িতে জাকজমকপূর্ণ আয়োজনে এর শুটিং সম্পন্ন করেছি।’
তিনি আরও বলেন, ‘অলংকার চৌধুরী, শিশির সরদার চরিত্রের ভেতরে ঢুকে অভিনয় করার জন্য রিহার্সেল করা থেকে শুরু করে সকল বিষয়ে ভীষণ আন্তরিক ছিলেন। তাই কাজটি দর্শকপ্রিয়তা পাবে এমনটাই আশাবাদী তারা।’
গীতিকবি রকিব আলী জানান, ‘ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এ রকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা ভালো কাজ দর্শককে উপহার দিতে।’
আগামীকাল ২৪ ডিসেম্বর এইচ বি ফিল্মস ও রকেট মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে।