টালিগঞ্জে ‘ঝড় থেমে যাবে একদিন’
কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাবনায় ‘ঝড় থেমে যাবে একদিন’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক অরিন্দম শীল। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি ও কলকাতার সিনেমা পাড়ার দিনমজুর কলাকুশলীদের আর্থিক সহায়তা করতে নির্মাণ করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির মাধ্যমে ৫০ লক্ষ টাকা উপার্জন করে তা দিয়েই টেকনিশিয়ানদের সাহায্য করা হবে। প্রায় ১৩ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা অভিনয় করেছেন।
জানা গেছে, ‘ঝড় থেমে যাবে একদিন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ভাবনার পাশাপাশি গানও লিখেছেন মমতা বন্দোপাধ্যায়। সেই গানে কন্ঠ দিয়েছেন কবীর সুমন।
মঙ্গলবার সন্ধ্যায় চলচ্চিত্রটি ইউটিউব ও ফেইসবুকে মুক্তি পেয়েছে ‘ঝড় থেমে যাবে একদিন’।