পূজা-কুনালের বিয়ের ঘোষণা, অনুষ্ঠান বাদ দিয়ে অনুদান
১১ বছর মন দেওয়া-নেওয়ার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পূজা ব্যানার্জি ও কুনাল ভার্মা।
মাস খানের আগেই রেজিস্ট্রি বিয়ে করেছেন এই তারকা জুটি। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পূজা। কিন্তু লকডাউনের কারণে তাদের বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
শেয়ার করা ছবির ক্যাপশনে পূজা লিখেছেন- আজ (১৫ এপ্রিল) হয়তো ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতো। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সেটি আর হচ্ছে না। তবে এক মাস আগে আমরা রেজিস্ট্রি বিয়ে করে ফেলেছি। তাই বলতে চাই আমরা এখন আনুষ্ঠানিকভাবে বিবাহিত। বাবা-মা ও অন্যান্য সদস্যদের আর্শিবাদ নিয়ে আমরা আমাদের নতুন জীবন শুরু করতে যাচ্ছি। একইসঙ্গে আপনাদের আর্শিবাদও আমাদের প্রয়োজন।’
যোগ করে পূজা আরও বলেন, তারা তাদের বিয়ের জন্য যে টাকা খরচ করতে চেয়েছিলেন সেই অর্থ তারা করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এখন আনন্দের সময় নয় উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, যখন সারা বিশ্ব হাসবে তখনই আমরা আমাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করবো।