ঘুমের ভেতর প্যারালাইজ হয়ে যান ভিকি!
ঘুমের ভেতর প্যারালাইজ হয়ে যান ভিকি কৌশল! কয়েকবারই নাকি এমনটা অনুভব করেছেন বলিউডের এই অভিনেতা। এ কারণে কিছুটা ভয়ে আছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানি কোয়েশ্চেন’-এ অংশ নিয়েছিলেন ভিকি কৌশল। যেখানে এক ভক্ত তাকে প্রশ্ন করেন বাস্তবে তিনি কখনও ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কিনা। জবাবে এই তারকা বলেন, ‘ঘুমের ভেতর প্যারালাইজ হয়ে যাই। কয়েকবারই এই অভিজ্ঞতা হয়েছে। আর সত্যি বলতে এটি খুবই ভয়ানক।’
ঘুমের ভেতর প্যারালাইজ হয়ে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘যখন এমনটি হয় কথা বলা এবং হাঁটার ক্ষমতা থাকে না। এটি সাধারণত এক বা দুই মিনিট স্থায়ী হয়।’
এরপরই ভিকি বলেন, ভৌতিক ব্যাপার বা ভৌতিক ছবির বেলায় আমি সবসময় ভীতু।