ঋষি কাপুরের শেষ ভিডিও
বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানেই বলা হয়েছে- ‘অশ্রু নয়, হাসিতে মনে রাখবেন ঋষিকে।’
ঋষি কাপুরকে শুধু হাসিমুখে স্মরণ নয়, বলিউডের এই অভিনেতা তার জীবনের শেষ সময় পর্যন্ত চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য স্টাফদের আনন্দ দিয়ে গিয়েছেন বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋষি কাপুরের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে- হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। তার পাশে দাঁড়িয়ে গান গেয়ে শোনাচ্ছেন একজন চিকিৎসক।
গান গাওয়া শেষে ওই চিকিৎসককে আশীর্বাদ করে ঋষি বলেছিলেন- “আরে বাহ খুব ভালো। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। অনেক এগিয়ে যাও তুমি। পরিশ্রম করো। কেননা নাম-যশ এসব কিছুই আসে পরিশ্রম আর একটুখানি ভাগ্যের কারণে।”
গত দুই বছর ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ঋষি কাপুর। চিকিৎসার জন্য দীর্ঘদিন নিউইয়র্কে ছিলেন সদ্য প্রয়াত এই অভিনেতা। পরে সেখান থেকে গত বছর দেশে ফিরেছিলেন তিনি। পরে এ বছরের ফেব্রুয়ারিতে আবার অসুস্থ হয়ে খবরের শিরোনামে এসেছিলো তার নাম।
কিন্তু আশঙ্কাজনক অবস্থায় বুধবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে আইসিইউতেই রাখা হয়েছিল প্রবীণ এই অভিনেতাকে। পরে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।