তৈমুরের নাপিত সাইফ!
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কয়েকটি সুপারশপ ও মেডিকেল স্টোর ছাড়া বর্তমানে বন্ধ রাখা হয়েছে প্রায় সবকিছুই। যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে অনেককেই পড়তে হচ্ছে অসুবিধার মধ্যে।
লকডাউনের মধ্যে ছেলেরা হয়তো একটু বেশিই সমস্যায় পড়ে গিয়েছে! কেননা বারবার সপগুলো বন্ধ থাকার কারণে চুল-দাঁড়ির স্টাইলটিও ঠিক মতো করতে পারছে না তারা।
তাতে কী? এই লকডাউন কিন্তু আবার অনেককে বানিয়ে দিয়েছে নাপিত! তারই প্রমাণ পাওয়া গেলো কারিনা কাপুর খানের শেয়ার করা একটি ছবিতে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন বেবো। যেখানে দেখা যাচ্ছে- তার স্বামী সাইফ আলি খান ছেলে তৈমুর আলি খানের চুল কাটার জন্য হাতে কাঁচি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এর ক্যাপশনে কারিনা লিখেছেন- ‘কারও হেয়ারকাট লাগবে?’
শুধু চুল কাটা নয়, লকডাউনে বাপ-বেটা মিলে ছবিও আঁকে। সেই সঙ্গে গার্ডেনিংও করতে দেখা গেছে তাদের।