বাস্তবেও ‘প্যাডম্যান’ অক্ষয়

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘প্যাডম্যান’ ছবির দৃশ্যে অক্ষয় কুমার

‘প্যাডম্যান’ ছবির দৃশ্যে অক্ষয় কুমার

দুই বছর আগে মুক্তি পাওয়া ‘প্যাডম্যান’ ছবিতে কম খরচে স্যানিটারি ন্যাপকিন তৈরির যন্ত্র আবিষ্কার করা এক ব্যক্তির চরিত্রে ফুটিয়ে তুলে প্রশংসিত হন অক্ষয় কুমার। বাস্তবেও অরুণাচালাম মুরুগানানথাম নামের ওই ব্যক্তির মতো নায়কোচিত কাজ করলেন তিনি।

জানা গেছে, মুম্বাইয়ের ১০ হাজার সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দিয়েছেন অক্ষয় কুমার। এক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন সমর্পণ নামের স্বাস্থ্যকর্মীদের একটি সংগঠন।

বিজ্ঞাপন

গত ২৮ মে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে অন্যদেরও এসব নারীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

২০১৮ সালে ফেব্রুয়ারিতে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন রাধিকা আপ্তে ও সোনম কাপুর।

বিজ্ঞাপন