টিকাটুলির মোড়ের সেই সিনেমা হল আর থাকছে না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

‘অভিসার’ সিনেমা হল, ছবি: সংগৃহীত

‘অভিসার’ সিনেমা হল, ছবি: সংগৃহীত

মতির চৌধুরীর বিখ্যাত গান ‘আরে টিকাটুলির মোড়ে একটা অভিসার সিনেমা হল রয়েছে, হলে নাকি এয়ারকন্ডিশন রয়েছে।’ তবে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ৫২ বছরের পুরানো টিকাটুলির মোড়ের সেই ‘অভিসার’ সিনেমা হল আর থাকছে না।

এই সিনেমা হলে ভেঙ্গে নির্মাণ হবে কমিউনিটি সেন্টার। এছাড়া স্থায়ীভাবে বন্ধ হচ্ছে একই ভবনের ‘নেপচুন’ নামের আরও একটি সিনেমা হল। বার্তা২৪.কমকে এমনটি জানালেন সিনেমা হল দুইটির বর্তমান মালিক সফর আলী ভূঁইয়া।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, করোনার কারণে অনেকদিন হল বন্ধ। এছাড়া প্রতি মাসে ৪ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে এই হলের পিছনে। সেকারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। এই ভবন ভেঙ্গে কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা চলছে। সেখানে নাম ও ইতিহাসের কারণে নাম মাত্র ‘অভিসার’ নামের একটি সিনেমা হল থাকবে। তবে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ‘নেপচুন’।

১৯৬৮ সালের দিকে টিকাটুলির মোড়ে ‘অভিসার’ সিনেমা হল চালু করেন ব্যবসায়ী কামাল উদ্দিন। ১৯৯২ সালে তার কাছ থেকে সিনেমা হলটি কিনে নেন কে এম আর মঞ্জুর ও সফর আলী ভূঁইয়া। এর পর অভিসারের উপর ‘নেপচুন’ নামে আরেকটি হল চালু করেন তারা দুইজন।

বিজ্ঞাপন