না ফেরার দেশে স্টিলার ব্যান্ডের লিটন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্টিলার ব্যান্ডের লিটন

স্টিলার ব্যান্ডের লিটন

শূন্য দশকের জনপ্রিয় ব্যান্ডদল স্টিলার’র প্রধান ভোকাল লিটন মস্তিষ্কে রক্তক্ষরণে ৪ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫টার দিকে চট্টগ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। লিটনে মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বড় ভাই হায়দারুল হক চৌধুরী।

তিনি জানিয়েছেন, বাসায় হঠাৎ করেই স্ট্রোক করে লিটন। এরপর দ্রুত মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাই। ততক্ষণে লিটন আমাদের ছেড়ে চলে গেছে।

বিজ্ঞাপন

১৯৮৬ সালে লিটন স্টিলার ব্যান্ড গঠন করেন। দীর্ঘ সংগীতজীবনে ব্যান্ড থেকে মাত্র দুটি অ্যালবাম প্রকাশ করেছেন। তার গাওয়া ‘তুমি কী আমায় আগের মতো বাসো ভালো’ গানটি এখনও তুমুল জনপ্রিয় হয়ে আছে সংগীতপ্রেমীদের কাছে। গানটির সুরকার ছিলেন আইয়ুব বাচ্চু।