শাহরুখ-কাজলের জায়গা পূরণ করবে আবরাম-আরাধ্য
‘বাজিগার’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘দিলওয়ালে’র মতো অসংখ্য ব্লকবাস্টার ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তারা। বলিউড ইন্ডাস্ট্রিতে রোমান্টিক জুটি হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত তারা। কথা হচ্ছে- শাহরুখ খান ও কাজলকে নিয়ে।
রূপালি পর্দায় এই তারকা জুটির রসায়ন আজও মুগ্ধ করে সকলকে। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক জনপ্রিয় তারকা জুটি রয়েছে। কিন্তু কেউই এখনও পর্যন্ত পূরণ করতে পারেনি শাহরুখ-কাজলের জায়গাটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিলো- দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুর, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট-সিদ্ধার্থ মালহোত্রা, ফাওয়াদ খান-সোনম কাপুরের মধ্যে কোন জুটি তার এবং কাজলের জায়গাটি পূরণ করতে পারবেন?
জবাবে কিং খান বলেন, আরাধ্য বচ্চন ও আবরাম খান আমাদের জায়গা পূরণ করতে পারবে। যদিও বা আবরাম আরাধ্যর থেকে ছোট। কিন্তু ভালোবাসার কোন বয়স নেই।
এ প্রসঙ্গে অমিতাভ বচ্চনকে প্রশ্ন করা হলে তিনি শাহরুখের সঙ্গে একমত পোষণ করেননি। তবে আবরাম ও আরাধ্যকে আশীর্বাদ দিয়েছেন বিগ বি।