অপরিচিত হওয়ায় আয়ুষ্মানের অডিশন নেয়নি করণের প্রতিষ্ঠান
বলিউড ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করার জন্য কম বেশি সকলকেই কাঠখড় পোড়াতে হয়। অভিনেতা আয়ুষ্মান খুরানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
বলিউড ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়ার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে আয়ুষ্মান খুরানাকে। সেই সংগ্রামের দিনগুলোর কথা ২০১৫ সালে প্রকাশিত ‘ক্র্যাকিং দ্য কোড: মাই জার্নি ইন বলিউড’-এ তুলে ধরেছিলেন আয়ুষ্মান। বইটি যৌথভাবে লিখেছেন আয়ুষ্মান ও তার স্ত্রী তাহিরা কাশ্যাপ।
‘ক্র্যাকিং দ্য কোড: মাই জার্নি ইন বলিউড’-এর এক জায়গায় আয়ুষ্মান খুরানা লিখেছেন- অপরিচিত হওয়ায় তার অডিশন নেয়নি করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত।
জানা গেছে- ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে প্রায় ৭টি বড় ব্যানারের সিনেমা হাতছাড়া হয়ে গিয়েছিল সুশান্তের। এছাড়া বেশ কিছু কারণে সালমান খান, করণ জোহর, একতা কাপুরের প্রযোজনা সংস্থাসহ বলিউডের প্রভাবশালী প্রায় সব প্রযোজনা সংস্থা ‘নিষিদ্ধ’ করেছিলেন সুশান্তকে। হয়তো এসব কারণেই শুরু হয় তার বিষণ্নতার। যার ফলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
এ কারণে বুধবার (১৭ জুন) বিহারের মুজ্জাফরপুরের আদালতে সালমান খান, করণ জোহর, একতা কাপুর, পরিচালক সঞ্জয়লীলা বনসালিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী।
এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আয়ুষ্মান খুরানার বইয়ের সেই লাইনগুলো।
ওই লাইনগুলোতে বলিউডের এই অভিনেতা লিখেছেন- “এক সাক্ষাৎকারে করণ জোহরের সঙ্গে দেখা হয়েছিলো এবং তিনি আমাকে তার অফিসের নাম্বারটি দিয়েছিলেন। দারুণ উচ্ছ্বসিত ছিলাম আমি। নিজেকে বললাম, ‘এখন আমার জীবন এগিয়ে যাবে। কেউ আটকে রাখতে পারবে না। ধর্মা প্রোডাকশন আমাকে পরিচয় করিয়ে দেবে।’ পরের দিন করণের দেওয়া নাম্বারে ফোন দেই একজন ধরে বলে, ‘তিনি অফিসে নেই।’ পরের দিন আবারও ফোন দেই আর আমাকে বলা হয়, ‘আমরা শুধু তারকাদের সঙ্গে কাজ করি। আপনার সঙ্গে কাজ করতে পারবো না।”
কিন্তু ভাগ্য বলেও তো কিছু রয়েছে তাই না? তাইতো ২০১৮ সালে করণ জোহর তার চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ আয়ুষ্মানকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। ততোদিনে বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের মধ্যে একজন বনে যান আয়ুষ্মান।