‘ফুটবল ৭১’: যা থাকছে অনমের নতুন সিনেমায়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাধীন বাংলা ফুটবল দলের গল্পে নির্মিত হবে সিনেমা ‘ফুটবল ৭১’

স্বাধীন বাংলা ফুটবল দলের গল্পে নির্মিত হবে সিনেমা ‘ফুটবল ৭১’

‘দেবী’র সফলতার পর বেশ বিরতি দিয়ে নতুন সিনেমায় পরিচালক অনম বিশ্বাস। এবারের সিনেমার নাম ‘ফুটবল ৭১’। সম্প্রতি ২০১৯-২০ অর্থ বছরে সিনেমাটি সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। সিনেমাটির সবশেষ খোঁজ খবর নিতে মোবাইল ফোনে ধরা হলো অনম বিশ্বাসকে।

‘দেবী’র পর আবারও সরকারি অনুদানের সিনেমা নির্মাণ করছেন...

বিজ্ঞাপন

সরকারি অনুদান পাওয়াটা সিনেমাটি নির্মাণের শক্তিটা বাড়িয়ে দিয়েছে। আমি বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ আমার স্বপ্ন পূরণে পাশে থাকার জন্য। সিনেমাটি যেন মুক্তিযুদ্ধের দলিল হিসেবে আর্কাইভে স্থান পায় সেই চ্যালেঞ্জটাও গ্রহণ করেছি।

সিনেমাটি নিয়ে প্রস্তুতি কেমন?

বিজ্ঞাপন

‘ফুটবল ৭১’ নিয়ে প্রায় দেড় বছর ধরে গবেষণা করে যাচ্ছি। চিত্রনাট্যটা কমপ্লিট করছি। স্বাধীন বাংলা ফুটবল দলের অনেক সদস্যদের সঙ্গে দেখা করবো। আশা করছি তারা তথ্য দিয়ে, যে যেভাবে পারেন পাশে থাকবেন। এটি সিনেমা হলেও ইতিহাস ও তথ্য নির্ভর একটি কাজ। তাই বেশ সময় নিয়ে কাজটি করতে হচ্ছে।

‘দেবী’র শুটিংয়ে অনম বিশ্বাস

‘ফুটবল ৭১’ এর গল্পে কি থাকছে?

সিনেমাটিতে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব উঠে আসবে। থাকবে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের গল্প। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এই ফুটবল দলের হাত ধরে উড়েছিলো। সেই আবেগের চিত্রায়ণও হবে। কাজী সালাহউদ্দিনের চরিত্রটি থাকবে।

কারা অভিনয় করবেন ভেবছেন নিশ্চয়ই?

এখনো কিছু চূড়ান্ত করিনি। তবে ভালো অভিনয়ের পাশাপাশি দৈহিক গঠনের বিষয়টিও প্রাধান্য পাবে। তবে সবার খুব প্রিয় ও পরিচিত মুখ নিয়েই সিনেমাটি নির্মাণের ইচ্ছে আছে। কিছু চমকও থাকবে। সব প্রস্তুতি শেষ করেই শিল্পী তালিকা ও শুটিংয়ের ঘোষণা দিবো।