তারার নাম সুশান্ত সিং রাজপুত
দূর আকাশের ওই তারাদের সঙ্গে যেনো এক অন্যরকম সখ্যতা ছিলো সুশান্ত সিং রাজপুতের। নিজের মনে পুষে রাখা কষ্টগুলো হয়তো ওই দূরে থাকা তারাদের সঙ্গেই ভাগ করে নিতেন তিনি।
মহাকাশের গ্রহ, নক্ষত্র দেখতে বাড়ির বারান্দায় একটি টেলিস্কোপ বসিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। আচ্ছা জীবনের শেষ সময়টিতেও কী ওই টেলিস্কোপ দিয়ে তারাদের সঙ্গে আড্ডা দিয়েছিলেন সুশান্ত? কিন্তু এই প্রশ্নের উত্তর জানা যাবে না আর কখনও।
গত ১৪ জুন নিজের মুম্বাইয়ের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। মানুষ মারা গেলে নাকি ওই দূর আকাশের তারা হয়ে যায়। সুশান্তও হয়তো এখন ওই তারাদেরই একটি!
গ্রহ, নক্ষত্র, চাঁদ, তারা নিয়ে সুশান্তের যে ভালোবাসা ছিলো তা কারও অজানা নয়। তাইতো প্রয়াত এই তারকার নামে একটি তারার নাম দিলেন তারই এক ভক্ত। প্রিয় অভিনেতাকে এভাবেই শ্রদ্ধা জানালেন তিনি।
মহাকাশে তারাটির অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রক্ষা নামে ওই ভক্ত লিখেছেন- ‘সুশান্ত সিং রাজপুত, তোমাকে সবাই মিস করব। তোমার নাম ভবিষ্যতে আমাদের সবাইকে উজ্জ্বল করবে। তোমার চোখের দ্যুতি প্রতিফলিত হয়ে আমাদের কাছে পৌঁছবে। তোমার উজ্জ্বল হাসি আমাদের আলো দেখাবে। তুমি যেভাবে নিজের একের পর এক স্বপ্নকে সফল করার একাগ্রতা ও পরিশ্রম দেখিয়েছো তা আমাদের অনুপ্রাণিত করবে। কাজ নিয়ে তোমার আনুগত্য ও ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমার আত্মা শান্তিতে থাকুক। সব তারা মধ্যে সবচেয়ে উজ্জ্বল হয়ে বিরাজ করো তুমি।’
আমেরিকা প্রবাসী রক্ষা ইতিমধ্যে সুশান্ত সিং রাজপুতের নামে একটি তারার নাম নথিভুক্ত করিয়েছেন। সেই সার্টিফিকেটও শেয়ার করেছেন রক্ষা।