বুলবুল আহমেদের চলে যাওয়ার ১০ বছর

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বুলবুল আহমেদের চলে যাওয়ার ১০ বছর

বুলবুল আহমেদের চলে যাওয়ার ১০ বছর

ব্যাংকার থেকে কোটি মানুষের হৃদয়ের নায়ক হয়েছিলেন বুলবুল আহমেদ। ৪৪ বছরের দীর্ঘ মিডিয়া ক্যারিয়ারে প্রায় ৩০০ নাটক এবং দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের বাইরে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনাও করেছেন এই সুদর্শন নায়ক।

আজ ১৪ জুলাই (মঙ্গলবার) বুলবুল আহমেদের চলে যাওয়ার ১০ বছর। ২০১০ সালের আজকের দিনে ৭১ বছর বয়সে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন ঢাকাই সিনেমার কালজয়ী এই নায়ক।

বিজ্ঞাপন
চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বুলবুল আহমেদ

বুলবুল আহমেদ ১৯৪১ সালের ১৫ই সেপ্টেম্বর পুরান ঢাকার আগামসি লেনে জন্মগ্রহণ করেন। কলেজ জীবন থেকে তিনি যুক্ত ছিলেন মঞ্চনাটকের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বুলবুল আহমেদ তৎকালীন ইউবিএল ব্যাংক টিএসসি শাখার ম্যানেজার হিসেবে ১০ বছর চাকরি করেন।

চাকরির পাশাপাশি বুলবুল আহমেদ টিভিতে অভিনয় করতে থাকেন। তার অভিনীত প্রথম নাটক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘বরফ গলা নদী’। এটি ১৯৬৪ সালে প্রচারিত হয়। এরপর তিনি প্রায় চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। 

বিজ্ঞাপন
শুটিং সেটে বুলবুল আহমেদ

এরপর ব্যাংকের চাকুরি ছেড়ে ১৯৭৩ সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের (ইউসুফ জহির) ‘ইয়ে করে বিয়ে’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে পর্দায় পা রাখেন বুলবুল আহমেদ। সে সময় অভিনয় দিয়ে সবার নজর কাড়লেও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। তাকে সত্তর এবং আশির দশকে ঢাকার চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন বলা হয়।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ‘ওয়াদা’, ‘মহানায়ক’, ‘ভালো মানুষ’, ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’, ‘আকর্ষণ’, ‘গরম হাওয়া’, ‘কত যে আপন’ শিরোনামে বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমার প্রযোজনা করেছেন বুলবুল আহমেদ। এর মধ্যে শেষের চারটি সিনেমা প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি।