কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান

  • সুমন শেখ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান

কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান

জলাতঙ্ক রোগ নির্মূলে স্বাস্থ্য অধিদফতর`জলাতঙ্ক নির্মূলে কুকুর টিকাদান কার্যক্রম-২০২০' পরিচালনার পরিকল্পনা নিয়েছে। যা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিটি এলাকার কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিয়ে (ভ্যাকসিনেশন করে) কুকুরকে নিরাপদ করে রাখা হচ্ছে।

জলাতঙ্ক সাধারণত লিসা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। মাংসপেশি কিংবা স্নায়ুতে ঢুকে ভাইরাস বংশবৃদ্ধি করে থাকে। জলাতঙ্ক ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। মূলত কুকুরের কামড় বা আঁচড়ে এ রোগ ছড়ায়। এই রোগকে হাইড্রোফোবিয়া বা পাগলা রোগও বলা হয়।

বিজ্ঞাপন
সবগুলো কুকুরকে বিশেষ কায়দায় জালে ভরে ভ্যাকসিনেশন করা হচ্ছে

প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ডা. সোহাগ জানান, সমগ্র বাংলাদেশের সবগুলো কুকুরকে বিশেষ কায়দায় জালে ভরে ভ্যাকসিনেশন করা হচ্ছে। ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির অংশ হিসেবে এটা করা হচ্ছে। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় একটি উদ্যোগ।

প্রতিটি ওয়ার্ডে ৭ সদস্যের ১টি করে টিম কাজ করে যাচ্ছে জলাতঙ্ক রোগ নির্মূলে
জালে আটকানোর পর প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক ইনজেকশন পুস করা হচ্ছে কুকুরের গায়ে
ইনজেকশনের পর চিহ্নিত করার জন্য কুকুরের গায়ে রঙ দেয়া হচ্ছে
বিজ্ঞাপন