সাতক্ষীরায় দেশীয় জাতের ওল চাষ, লাভবান কৃষকরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরায় দেশীয় জাতের ওল চাষ, লাভবান কৃষকরা

সাতক্ষীরায় দেশীয় জাতের ওল চাষ, লাভবান কৃষকরা

সাতক্ষীরা সদর উপজেলা, পাটকেলঘাটা, ত্রিশমাইল, তালা, নগরঘাটা, মিঠা বাড়িসহ আশে পাশের এলাকার মাটি ওল চাষের উপযোগী হওয়ায় দিনদিন বৃদ্ধি পাচ্ছে ওল চাষ।

লাভ বেশি হওয়ায় দেশীয় জাতের ওল চাষে ঝুকছেন সাতক্ষীরার কৃষকরা।

বিজ্ঞাপন

নগরঘাটা ইউনিয়নের আলীপুর গ্রামের ফারুক হোসেন জানান, ওল চাষে তেমন খরচ হয় না। শুধু গোবর সার ও ওলের বীজ লাগে। তিনি আরও জানান, প্রতি বিঘাতে ৩৫-৪০ হাজার টাকা খরচ করে দেড় লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এখানের ওল খেতেও অনেক সুস্বাদু বাজারে চাহিদাও প্রচুর।

মিঠাবাড়ি গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, তিনি এ বছর ১ বিঘা জমিতে ওল চাষ শুরু করেছেন। প্রতি বিঘাতে তার ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি গাছ থেকে ৫-৭ কেজি পর্যন্ত ফলন পাওয়া যাবে বলে তিনি জানান। যার বাজার মূল্য কেজি প্রতি ৬০-৭০ টাকা। এক বিঘা জমির ওল দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি হবে বলে তিনি আশাবাদী।

পোড়ার বাজার এলাকার কৃষক এলাহী জানান, ওল একটি মৌসুমি ফসল, তিনি পতিত বেলে-দোঁয়াশ মাটিতে বাণিজ্যিক ভিত্তিতে ওল চাষ করে সাফল্য পেয়েছেন। বাজারে ওলের চাহিদার পাশাপাশি দামও ভালো পাওয়ায় তিনি গতবারের চেয়ে এবার ওল চাষ বাড়িয়েছেন।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম জানান, চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় তালা পাটকেলঘাটা মিঠাবাড়ি, নগরঘাটাসহ বিভিন্ন স্থানে ৬৫৬ হেক্টর জমিতে দেশী ও মাদরাজি জাতের ওলের চাষ হয়েছে। এখানকার মাটি ওল চাষের উপযোগী হওয়ায় এ অঞ্চলে ওল চাষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ওল চাষ লাভজনক হওয়ায় কৃষকরা তা চাষে আরো বেশি আগ্রহ হচ্ছেন। তিনি আরও জানান, কৃষি বিভাগ ওল চাষে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন।