মেষ/ এরিস (Aries) (মার্চ ২১ – এপ্রিল ২০): কর্মস্থলে কিছু বাধা থাকলেও সাফল্য আসবে। পরিবর্তিত কর্মে উন্নতি বাড়বে। বড় প্রতিষ্ঠান বা এমএনসি-তে কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়ে গতি ক্রমশ বাড়বে। ব্যবসায়ে নতুন কোনো বড় বরাত পেতে পারেন। চিকিৎসক, উকিল, রাজনীতিজ্ঞদের সপ্তাহটি শুভ। সংক্রমন বৃদ্ধি সমস্যা ও পুরনো রোগের শরীরে সমস্যা দেখে দিতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য। দাম্পত্য
মোটের উপর শুভ। প্রতিবেশীদের সঙ্গে কলহ বাড়তে পারে। ধনাগম যোগ শুভ।
বৃষ/ টরাস (Taurus) (এপ্রিল ২১ – মে ২১): বিজ্ঞান গবেষণায় নতুন দিশা, সম্মান প্রাপ্তি। ব্যবসা যোগ মোটের উপর শুভ। তবে বৈদেশিক বাণিজ্যে বাধা। নতুন ব্যবসায় জটিলতা দেখা দেবে। পুরানো হিসাব নিয়ে অংশীদারী ব্যসায়ে বিবাদ দেখা দিতে পারে। সপ্তাহটিতে ধনাগম কম হবে। দাম্পত্যে যৌথ প্রচেষ্টায় সম্পর্কের উন্নতি। প্রেম যোগ শুভ। হঠাৎ স্বাস্থ্যহানির আশঙ্কা। মানসিক অস্থিরতা থাকবে। চাকুরীস্থান শুভ। সামাজিক কজে
সুনাম বৃদ্ধি।
মিথুন/ জেমিনি (Gemini) (মে ২২ – জুন ২১): রাজননিতিজ্ঞদের অপযোশ ও আশাভঙ্গের আশঙ্কা। সৃজনশীল কর্মে সাফল্য। কর্মস্থলে প্রশংসা লাভ। সমাজসেবী, এনজিওদের কর্মে প্রবল বাধা ও আইনি জটিলতা আসতে পারে। অর্থাগম যোগ শুভ। দাম্পত্য সুখ বাড়বে। সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তা বাড়বে। প্রেমে মনোকষ্ট দেখা দেবে। নতুন কর্মপ্রাপ্তি যোগ শুভ। ব্যবসা শুভ। সংক্রমনের কারণে পেট ও বুকের সমস্যা বৃদ্ধি। অপ্রিয় বাক্য ব্যয়ে শত্রু বৃদ্ধি।
কর্কট/ ক্যান্সার (Cancer) (জুন ২২ – জুলাই ২৩): জটিল কর্ম সম্পাদনে কর্মস্থলে সুনাম ও প্রভাব বৃদ্ধি। ব্যবসায়ী ক্রমশ উন্নতি হবে। ওষুধ ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞানীদের সাফল্য। অর্থকরী উপার্জন ভালো হবে। সন্তানের উচ্চশিক্ষায় অর্থ ব্যয়। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। বুক,গলার সমস্যা ও হাঁড়ের বেদনায় দেহকষ্ট। দাম্পত্যে মত পার্থক্য থাকবে। ধর্মীয় কাজে অর্থদান।
সিংহ/ লিও (Leo) (জুলাই ২৪ – আগস্ট ২৩): সপ্তাহটিতে উন্নতি হবে। পদোন্নতিও অসম্ভব নয়। চাকুরীতে অতিরিক্ত দায়িত্ব বাড়বে। ব্যবসায় উন্নতি ও প্রসার। সপ্তাহটিতে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। নতুন কর্মলাভের যোগ আছে। ধনাগম ক্রমশ বাড়বে। দাম্পত্যে কারও একজনের স্বাস্থ্য ভালো যাবে না। প্রেমে মনকষ্ট। পেশাদার ও বিদ্যার্থীদের শুভ সপ্তাহ। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকুন। সংক্রমণ বা মশাবাহিত রোগে
দেহ কষ্টের আশঙ্কা।
কন্যা/ ভার্গ (Virgo) (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): ব্যবসায় চমকপ্রদ অগ্রগতি। কর্মস্থলে অভাবনীয় উন্নতি ও সম্মান বৃদ্ধি। ধনাগম হবে প্রচুর। তবে সপ্তাহটিতে আর্থিক বিনিয়োগ করুন ভেবে। গৃহাদি সম্পত্তি ক্রয় বা মেরামতিতে অর্থ ব্যয় হবে। বিবাহের পাকা কথা হতে পারে। আত্মীর আকস্মিক শত্রুতায় বিলম্বিত হতে পারেন। আইটি কর্মী, চিকিৎসক, সাহিত্যিক, রাজনীতিবিদদের শুভ সময়। ব্লগারদের মানসিক অস্থিরতা বাড়বে।
দাঁতাল প্রাণী থেকে সাবধানতা অবশ্যক।
তুলা/ লিব্রা (Libra) (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): উচ্চশিক্ষা, চিকিৎসা ও মহাকাশ গবেষণায় বিশেষ সাফল্য ও সম্মান লাভের সম্ভবনা। নামী স্বদেশী বা বিদেশি প্রতিষ্ঠানে কর্মলাভ হতে পারে। কর্ম ও ব্যবসায় উন্নতি। অহংকারী আচরণে শত্রু বৃদ্ধি ও কর্মেবিঘ্ন দেখা দেবে। অর্থকরি উপার্জন যোগ শুভ। দাম্পত্য সুখ বাড়বে। বুক ও গলায় সংক্রমন ও হাঁড়ের বেদনায় ভোগান্তি।
বৃশ্চিক/ স্করপিও (Scorpio) (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। পারিবারিক ক্ষেত্রে চাপ থাকবে। আত্মীয়র সঙ্গে মনোমালিন্য ও বিবাদের আশঙ্কা। বিপদের সম্ভাবনা। নিম্নাঙ্গের সমস্যা ও অস্থিভঙ্গের যোগ আছে। ব্যবসায় উন্নতি ও প্রসার ঘটবে। চাকুরীস্থলে জটিলতা বৃদ্ধি পাবে। আপনার কটু ব্যবহারে শত্রু বৃদ্ধি পাবে। আয়যোগ অত্যন্ত শুভ। সহকর্মী দ্বারা ক্ষতি হতে পারে। আগুন
থেকে বিশেষ সতর্কতা দরকার।
ধনু/ স্যজিটেরিয়াস (Sagitarious) (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): মানসিক অস্থিরতা ও উত্তেজনা বাড়বে। অযাচিত সাহায্যে সম্মানহানি হতে পারে। সমাজসেবা ও রাজনৈতিক কর্ম সাফল্য। পেট, বুক ও বাতের বেদনায় সমস্যা বাড়বে। কর্মস্থলে দায়িত্ব ও সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কর্মে সাফল্য। ব্যবসা প্রসারের চিন্তা। অর্থকরী প্রবৃত্তি বাড়বে। ব্যবসায়ে নতুন অর্ডার আসতে পারে। দাম্পত্য সম্পর্ক ঠিক থাকবে। বিদ্যায়
অগ্রগতি। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে।
মকর/ ক্যাপ্রিকন (Capricorn) (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): জমি, গৃহাদি সম্পত্তি ক্রয় বা মেরামতির পরিকল্পনা। অভ্যন্তরীণ গৃহসজ্জার উদ্যোগ বাড়বে। ইন্টিরিয়ার ডেকরেটিঙে ঝোক বাড়বে। বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মলাভ হতে পারে। ব্যবসায়িক পরিচালনা নতুন পদ্ধতিতে বিপত্তি। কর্ম ও ব্যবসায় বিশেষ সাফল্য পাবেন। পারিবারিক জীবনে অশান্তি ভোগ। আর্থিক প্রাপ্তি হবে দ্রুত। ফাটকা কারবারে অর্থ প্রাপ্তি হতে পারে। শরীর ভালো যাবে না। প্রেমে শুভত্ব ক্রমশ বাড়বে।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (Aquarious) (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। প্রতিবেশী বা সহকর্মীর সাথে বিবাদ বাড়বে। অপরকে তুচ্ছ মনে করতে পারেন। কটুক্তি বাড়তে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক হোন। কর্মে সাফল্য। ব্যবসায় অগ্রগতি হলেও বাধা থাকবে। নতুন কর্মে মনযোগ বাড়বে। অর্থকরী উপার্জন ভালই হবে। দাম্পত্য জীবন শুভ। কান, অস্থিসন্ধি বা হাঁড়ের সমস্যায় ভোগান্তি বাড়বে। চিকিৎসক, অডিটর, স্থাপত্য ও যন্ত্রবিদদের শুভ সময়। কু-বন্ধুর সঙ্গ এড়িয়ে চলুন। ধর্মকর্মে মনযোগ বাড়বে।
মীন/ পিসেস (Pisces) (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): সপ্তাহটি শুভাশুভ মিশ্র। প্রশাসনিক কর্মী, ব্যাংক, রেল, বিমানকর্মীদের কর্মন্নতি ও পদোন্নতির যোগ। বদলির যোগও আছে। ব্যবসায়িক অগ্রগতি হবে দ্রুত। অর্থাগম যোগ শুভ। কুপথে বেশি লাভ করতে গিয়ে বিপদের আশঙ্কা। স্বাস্থ্য ভালো যাবে না। দেহকষ্ট বাড়তে পারে। মানসিক উত্তেজনা ও অস্থিরতা বাড়বে। দাম্পত্যে মনোমালিন্য। ধর্মাচরণে বাধা। প্রভাবশালী ব্যক্তির
সঙ্গে হঠাৎ মতপার্থক্যে শত্রুতার আশঙ্কা। আগুন ও পানি থেকে সতর্ক হোন।