ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত
ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতি কমিটি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হল ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ এর ধামাকা কিক অফ। ৩৫তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনভেনার জি আই রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোবানার প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান হাসমত মোবিন, সম্মেলনের ডায়মন্ড স্পন্সর ইনোভেটিভ গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু বকর হানিপ, আইকন স্পন্সর আবদুর রউফ দিলিপ প্রেসিডেন্ট ডিপ্লোম্যাট গ্ৰুপ ফ্যাশন ইন্ক, আইকন স্পন্সর টপ টি কালেকসন এর চেয়ারম্যান সরদার রনি হক, সভাপতি ইনারা ইসলাম, আইকন স্পন্সর ফুমা ইনোভেটিভ কন্সালটেন্সি গ্রুপের প্রেসিডেন্ট ফাহাদ সোলাইমান, আইকন স্পন্সর লিগাল কন্সালটেন্ট নাসরিন আহমেদ, আইকন স্পন্সর ড. ফায়জুল ইসলাম, আইকন স্পন্সর পারভিন পাটোয়ারী, সিলভার স্পন্সর জাকির চৌধুরী ও মিসেস চৌধুরী, কেএসবি গ্রূপের চেয়ারম্যান ড. মোহাম্মদ হোসাইন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির পৃধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মোহাম্মদ মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম, ফোবানা আউটস্ট্যান্ডিং মেম্বার আরেফিন বাবুল, ফোবানা মেম্বার আবীর আলমগীর, আটলান্টা বাংলাধারার সভাপতি মাহাবুবুর রহমান ভুইয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস এঞ্জেলেস (বালা) সভাপতি সাইদ এম বাবু, সাধারন সম্পাদক দেওয়ান জহির পলাশ, আটলান্টা বাঙালী ভয়েস এর প্রেসিডেন্ট মাইনউদ্দীন দুলাল, টেক্সাস বায়ার্ড এর প্রেসিডেন্ট লতিফ ইমতিয়াজ তুষার, জয়েন সেক্রেটারি মনির হোসাইন, সাংস্কৃতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসাইন, সেমনিার আবেয়া কমিটির চেয়ার ড. আনিস রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার জন্য নানা উদ্যেগ গ্রহণ করবার জন্য মতামত ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে হলভর্তি দর্শক শ্রোতাদের সামনে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কনভেনার জি আই রাসেল অতিথিদেরকে সাথে নিয়ে প্রচন্ড করতালির মধ্য দিয়ে ৩৫তম ফোবানা সম্মেলনের কিক অফ ঘোষণা করেন।
অনুষ্ঠানে শো টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলমের সাথে আলোচনা সভায় শেষে ৩৫তম ফোবানা সম্মেলনের শিল্পী নিয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ৩৫তম ফোবানা সম্মেলনের পক্ষে উপস্থিত ছিলেন- কনভেনার জি আই রাসেল, সভাপতি ইনারা ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী, ট্রেজারার ড. ফায়জুল ইসলাম, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসাইন, জয়েন সেক্রেটারি মনির হোসাইন প্রমুখ।