রমজান উপলক্ষে আরব আমিরাতে নিত্যপণ্যে মূল্যছাড়

  • তোফায়েল আহমেদ (পাপ্পু), সংযুক্ত আরব আমিরাত (দুবাই) থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র রমজান মাস উপলক্ষে ৫০ শতাংশের ওপরে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে আরব আমিরাতের রিটেইলার প্রতিষ্ঠানগুলো।

সম্প্রতি সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

দাম কমানো এসব আইটেমের বেশিরভাগই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য। এছাড়া রান্নার তেল এবং ময়দার মতো পণ্যের দামও ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে।

স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, শারজাহ কো-অপারেটিভ সোসাইটি গত বুধবার ঘোষণা করেছে। তারা ২০২৪ সালের পবিত্র রমজান মাসের জন্য ৩৫ মিলিয়ন দিরহাম বরাদ্দ করেছে এবং প্রায় ১০ হাজার আইটেমের দাম কমিয়েছে। দাম কমানো এই আইটেমগুলোর প্রায় ৮০ শতাংশই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য এবং সমগ্র আমিরাত জুড়ে অবস্থিত তাদের ৬৭টি শাখায় এগুলো পাওয়া যাবে। রান্নার তেল, ময়দা এবং চালের মতো প্রধান মুদি পণ্যের দাম ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে।

বিজ্ঞাপন

মাজিদ আল ফুত্তাইম-এর মালিকানাধীন প্রতিষ্ঠান কেয়ারফোর গত ২১ ফেব্রুয়ারি থেকে প্রায় ৬ হাজার পণ্যের ওপরে ৫০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দেয়। এমনকি রমজানে যাতে নিত্যপণ্যের চাহিদায় ঘাটতি না হয়, সেজন্য আরও ১৫ শতাংশ পণ্য বেশি পরিমাণে খুচরা প্রতিষ্ঠানটিতে মজুদ থাকবে বলে জানান তারা।

শারজাহ কো-অপারেটিভ সোসাইটির সিইও মাজিদ আল জুনায়েদ জানান, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও শারজাহ কো-অপারেটিভ সোসাইটি তার সব শাখায় প্রয়োজনীয় সমস্ত পণ্যের পর্যাপ্ত সরবরাহের নিশ্চয়তা দিয়েছে।


তিনি বলেন, পবিত্র রমজান মাসে সম্ভাব্য মূল্যবৃদ্ধির বিষয়ে গ্রাহকদের উদ্বেগ থাকলেও সোসাইটি সাশ্রয়ী মূল্যে পণ্য হাতে তুলে দেয়ার ব্যাপারে জনসাধারণকে আশ্বস্ত করেছে।

আল আদিল ট্রেডিংয়ের পক্ষ থেকেও বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রির মাধ্যমে রমজানে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. ধনাঞ্জয় দাতার। রমজানের প্রায় ১৫ দিন আগে থেকে শুরু করে পুরো মাস জুড়ে তাদের ক্যাম্পেইন চলবে বলে জানান তিনি।

তিনি বলেন, প্রায় ৪০০ পণ্যের উপর ৫০ শতাংশের উপর মূল্য ছাড়ে বাজারে ক্যাম্পেইন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চালের গুঁড়া, ছোলা, চিনি, জুস, সিরাপ এবং তাজা সবজির ব্যবস্থাও থাকবে।

গত বছরের তুলনায় এই বছর বাজারপণ্যে আরও মূল্যছাড় এবং অন্যান্য সুবিধা বৃদ্ধি পেয়েছে বলে জানান এই রিটেইলার প্রতিষ্ঠানের পরিচালক। এই জন্য তিনি ফসলের ভালো ফলন এবং পরিবহন সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা উল্লেখ করেন।

সংযুক্ত আরব আমিরাতে পুরো রমজান জুড়ে প্রায় ৫০টিরও বেশি সুপারমার্কেটে মূল্যছাড়ের বিশেষ ক্যাম্পেইন চালু হবে বলে জানা যায়।