সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনায় কবলিত হওয়া জেদ্দা সিটি করপোরেশনের ময়লার গাড়ি, ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় কবলিত হওয়া জেদ্দা সিটি করপোরেশনের ময়লার গাড়ি, ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদি সময় বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে দেশটির জেদ্দা শহরের হাই আল সামির এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- ময়মনসিংহের শাকিল মিয়া, নরসিংদীর কাজল মিয়ার ছেলে কাউসার মিয়া ও টাঙ্গাইলের আল-আমিন। এদের মধ্যে আল-আমিন জেদ্দার ইয়ামামা নামের একটি ক্লিনিং কোম্পানির ড্রাইভার ও অন্য দুইজন একই কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

জেদ্দা সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ জেদ্দার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

নিহত গাড়ি চালক আল-আমিনের চাচাত ভাই শাহজাহান জানান, তিন বছর আগে আল-আমিন সৌদি যায় আল-আমিন। আগামী ১০ ফেব্রুয়ারি তার দেশে আসার কথা ছিল। গ্রামের বাড়িতে মা-বাবা আছেন।

বিজ্ঞাপন