মিজোরামে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার বিএসএফ’র

  • আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মিজোরামে বিপুল পরিমাণে অস্ত্র আটক করেছে বিএসএফ

মিজোরামে বিপুল পরিমাণে অস্ত্র আটক করেছে বিএসএফ

বাংলাদেশের পার্বত্য এলাকার সীমান্তবর্তী ভারতের মিজোরাম রাজ্য থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফের ডিআইজি কুলদীপ সিং বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা সংস্থাদের তথ্যে আইজল এলাকায় এসএইচকিউ, বিএসএফ উদয়পুর (ত্রিপুরা) তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিএসএফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন এসকে পিল্লাইয়ের নেতৃত্বে এই সপ্তাহে এ অভিযান চালানো হয়।

অভিযানে মিজোরামের দুইটি চেকপোস্ট থেকে ৫টি ম্যাগাজিন, একটি বন্দুকসহ ২৮টি একে-৪৭ ও একটি করে একে-৫৬ ও একে ৭৪ রাইফেল, ৪ হাজার ৪৯১ রাউন্ড গুলি, নগদ ৩৯ হাজার রুপি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীটি।

বিজ্ঞাপন

২০১৩ সালের পর মিজোরামে এটাই অবৈধ অস্ত্রের বড় চালান উদ্ধার।

ভারতীয় গোয়েন্দা সংস্থা বলছে, এই অস্ত্রগুলি উত্তর ভারতের বিদ্রোহী গোষ্ঠী এবং মধ্য ভারতের মাওবাদী বিদ্রোহীদের ব্যবহারের জন্য হতে পারে।

বাংলাদেশি গোয়েন্দাদের দাবি, মিজোরাম একটি শান্ত রাজ্য, তবে মিয়ানমারের অবৈধ অস্ত্র চালানের রুট হিসেবে ব্যবহার হয়। বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীরা এই অস্ত্র ব্যবহার করে।